ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আন্তর্জাতিক লোকসংগীত উৎসবে কে কোনদিন গাইবেন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৬
আন্তর্জাতিক লোকসংগীত উৎসবে কে কোনদিন গাইবেন (বাঁ থেকে) পবন দাস বাউল, মমতাজ ও কৈলাশ খের

ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসব শুরু হচ্ছে বৃহস্পতিবার (১০ নভেম্বর)। এদিন সন্ধ্যা ছয়টায় ঢাকার আর্মি স্টেডিয়ামে তিন দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন হবে। এখানেই প্রতিদিন একই সময় থেকে রাত ১২টা অবধি থাকছে লোকজ গানের পসরা।

ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসব শুরু হচ্ছে বৃহস্পতিবার (১০ নভেম্বর)। এদিন সন্ধ্যা ছয়টায় ঢাকার আর্মি স্টেডিয়ামে তিন দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন হবে।

এখানেই প্রতিদিন একই সময় থেকে রাত ১২টা অবধি থাকছে লোকজ গানের পসরা।

স্বাগতিক বাংলাদেশ ছাড়াও উৎসবে অংশ নেবেন ছয় দেশের সংগীতশিল্পীরা। প্রথম দিন একক কণ্ঠে গাইবেন বাংলাদেশের মমতাজ বেগম, আব্দুর রহমান বাউল, টুনটুন বাউল ও পাকিস্তানের জাভেদ বশির। সমবেত পরিবেশনায় অংশ নেবেন যুক্তরাজ্যের সাইমন থ্যাকার্স সাভারা কান্তি, ভারতের রাজু দাস বাউল ও বাংলাদেশের ফরিদা ইয়াসমিন।

আগামী ১১ নভেম্বরের শিল্পীরা হলেন বাংলাদেশের জালাল, লতিফ সরকার, কানাডার প্রসাদ, ভারতের ইন্ডিয়ান ওশান ও কৈলাশ খের। দ্বৈত পরিবেশনায় অংশ নেবেন স্পেনের কারেন লুগো ও রিকোর্ডো মোরো এবং বাংলাদেশের বাউল শফি মন্ডল ও লাবিক কামাল গৌরব।

সমাপনী দিনে (১২ নভেম্বর) থাকবে বাংলাদেশের সুনীল কর্মকার, ইসলাম উদ্দিন কিসসাকার, বারী সিদ্দিকী। দলীয়ভাবে সংগীত পরিবেশন করবে বাংলাদেশের তাপস অ্যান্ড ফ্রেন্ডস ও ভারতের নুরান সিস্টার্স। সবশেষে সম্মিলিত পরিবেশনায় অংশ নেবেন যুক্তরাজ্যের সুশীলা রামান, স্যাম মিলস ও ভারতের পবন দাস বাউল।

এ উৎসবের আয়োজক সান ইভেন্টস। তারা জানিয়েছে, উৎসবে দর্শক-শ্রোতাদের জন্য সব ধরনের ক্যামেরা ও ব্যাগবহনে থাকছে নিষেধাজ্ঞা। থাকবে না পার্কিংয়ের ব্যবস্থা।

উৎসবের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সব শিল্পীর পরিবেশনা সরাসরি উপভোগ করা যাবে। ধারণকৃত অংশ প্রচার হবে মাছরাঙা টেলিভিশনে। ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসবের টাইটেল স্পন্সর মেরিল। সহযোগিতায় জিপি মিউজিক, ঢাকা ব্যাংক লিমিটেড ও মাইক্রোসফট বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।