ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

লুবনা চর্যার ‘বিম্ব’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৬
লুবনা চর্যার ‘বিম্ব’

শিল্পী লুবনা চর্যার জন্ম খুলনায়। পড়াশোনা করেছেন ইংরেজি সাহিত্য নিয়ে। চারপাশের যা কিছু দেখেন সেগুলোকে নিজের মতো করে ভেবে ছবি আঁকেন তিনি। ছবি আঁকার পাশাপাশি কবিতা লিখতে ভালো লাগে তার।

শিল্পী লুবনা চর্যার জন্ম খুলনায়। পড়াশোনা করেছেন ইংরেজি সাহিত্য নিয়ে।

চারপাশের যা কিছু দেখেন সেগুলোকে নিজের মতো করে ভেবে ছবি আঁকেন তিনি। ছবি আঁকার পাশাপাশি কবিতা লিখতে ভালো লাগে তার।

নিসর্গ, শহর, শহুরে জীবন এবং আরও কিছু টুকরো কাজ নিয়ে লুবনার আঁকা ছবি নিয়ে  আয়োজন করা হয়েছে তার তৃতীয় একক চিত্র প্রদর্শনী ‘বিম্ব’। বৃহস্পতিবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৬টায় আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার গ্যালারি জুমে এর উদ্বোধন হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিল্পী অধ্যাপক জামাল আহমেদ। বিশেষ অতিথি কবি ও গায়ক কফিল আহমেদ।

প্রদর্শনীতে স্থান পেয়েছে মোট ২০টি চিত্রকর্ম। চলবে আগামী ১৭ নভেম্বর পর্যন্ত। সোম থেকে বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা। সবার জন্য উন্মুক্ত।

চিত্রকলাকে নিজেকে উপস্থাপনের একটি মাধ্যম মনে করেন লুবনা। তার কথায়, ‘শুধু ছবি আঁকার জন্যই আমি ছবি আঁকি না। আমার ছবির ভাবনা ও উপস্থাপন মানুষকে ভাবাবে কবিতার মতো। প্রতিটি ছবিতে আলাদা আলাদা গল্প উপস্থাপনের চেষ্টা করি সবসময়। ’

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।