ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

মুনীর চৌধুরী ও সেলিম আল দীনের নাট্যপ্রদর্শনী শুরু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
মুনীর চৌধুরী ও সেলিম আল দীনের নাট্যপ্রদর্শনী শুরু

শহীদ মুনীর চৌধুরী ও সেলিম আল দীনের পাঁচটি প্রযোজনা যৌথভাবে নির্মাণ করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ এবং দেশের পাঁচটি নাট্যশিক্ষা প্রতিষ্ঠান। এগুলো নিয়ে শুরু হয়েছে মুনীর চৌধুরী ও সেলিম আল দীন স্মরণে নাট্যপ্রদর্শনী।

শহীদ মুনীর চৌধুরী ও সেলিম আল দীনের পাঁচটি প্রযোজনা যৌথভাবে নির্মাণ করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ এবং দেশের পাঁচটি নাট্যশিক্ষা প্রতিষ্ঠান। এগুলো নিয়ে শুরু হয়েছে মুনীর চৌধুরী ও সেলিম আল দীন স্মরণে নাট্যপ্রদর্শনী।

রোববার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে এ আয়োজনের উদ্বোধন করেন তিন নারী নাট্যশিল্পী লাকী ইনাম, সারা যাকের ও রোকেয়া রফিক বেবী। অনুষ্ঠানে শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক মোঃ বদরুল আনম ভূঁইয়া।

উদ্বোধনী আলোচনা শেষে সন্ধ্যা সাড়ে সাতটায় মঞ্চস্থ হয় আনন জামান নির্দেশিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রযোজনা মুনীর চৌধুরীর ‘কবর’।

আগামী ১৭ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৭টায় স্টুডিও থিয়েটার হলে থাকছে নাট্যপ্রদর্শনী। সোমবার মঞ্চায়ন হবে আব্দুল হালিম প্রামাণিক সম্রাট নির্দেশিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রযোজনা মুনীর চৌধুরীর ‘বংশধর’।

১৫ নভেম্বর কাজী তৌফিকুল ইসলাম নির্দেশিত প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং এন্ড ডিজাইনের প্রযোজনা সেলিম আল দীনের ‘মুনতাসীর ফ্যান্টাসী’, ১৬ নভেম্বর কৌশিক সরকার নির্দেশিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রযোজনা মুনীর চৌধুরীর ‘মিলিটারী’ এবং সমাপনী আয়োজনে থাকবে শেকানুল ইসলাম শাহী নির্দেশিত আবদুল্লাহ আল-মামুন থিয়েটার স্কুলের প্রযোজনা ‘বংশধর’।

বাংলাদেশ সময়: ০০৪৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।