ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বক্সিং নিয়ে ‘শহরে প্রেমের স্লোগান’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
বক্সিং নিয়ে ‘শহরে প্রেমের স্লোগান’

‘এটা একটা দুর্দান্ত কাজ হয়েছে’- রোববার (১৩ নভেম্বর) বিকেলে বললেন নির্মাতা মাহমুদ দিদার। তার এই উচ্ছ্বাস ‘শহরে প্রেমের স্লোগান’ নিয়ে। টেলিছবিটির বিষয়বস্তু বক্সিংকে ঘিরে। 
 

‘এটা একটা দুর্দান্ত কাজ হয়েছে’- রোববার (১৩ নভেম্বর) বিকেলে বললেন নির্মাতা মাহমুদ দিদার। তার এই উচ্ছ্বাস ‘শহরে প্রেমের স্লোগান’ নিয়ে।

টেলিছবিটির বিষয়বস্তু বক্সিংকে ঘিরে।  
 
‘শহরে প্রেমের স্লোগান’-এর একটি স্থিরচিত্র পাওয়ার পর বোঝা গেলো অভিনেতা এফএস নাঈমকে নতুন আঙ্গিকে পাওয়া যাবে এখানে। গালভর্তি দাড়িতে পেশাদার মুষ্টিযোদ্ধাদের মতোই লাগছে তাকে।  
 
এ টেলিছবিতে আরেক বক্সারের চরিত্রে আছেন ইরফান সাজ্জাদ। এ ছাড়াও অভিনয় করেছেন তাহসিন ও লুৎফর রহমান জর্জ। নির্মাতা বাংলানিউজকে আরও বললেন, ‘আমরা দারুণভাবে শুটিং করেছি। ’
 
কয়েকদিন আগে পুরান ঢাকার একটি স্টুডিওতে বক্সিং রিং সাজিয়ে টেলিছবিটির চিত্রায়ন হয়েছে। তার আগে বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের সহযোগিতায় নাঈম ও ইরফান প্রশিক্ষণ নিয়েছেন। ‘শহরে প্রেমের স্লোগান’ শিগগিরই প্রচার হবে চ্যানেল আইতে।

বাংলাদেশ সময়: ০১৩৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।