ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

টাইগার পতৌদির বায়োপিকে রণবীর-আলিয়াকে চান শর্মিলা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
টাইগার পতৌদির বায়োপিকে রণবীর-আলিয়াকে চান শর্মিলা শর্মিলা ঠাকুর ও মনসুর আলি খান পতৌদি, (ডানে) রণবীর কাপুর ও আলিয়া ভাট

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার মনসুর আলি খান পতৌদির বর্ণাঢ্য জীবন নিয়ে চলচ্চিত্র তৈরি হলে খুশি হবেন তার স্ত্রী শর্মিলা ঠাকুর। প্রয়াত স্বামীর আত্মজীবনী সেলুলয়েডের পর্দায় দেখতে চান বলে সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে জানান তিনি।

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার মনসুর আলি খান পতৌদির বর্ণাঢ্য জীবন নিয়ে চলচ্চিত্র তৈরি হলে খুশি হবেন তার স্ত্রী শর্মিলা ঠাকুর। প্রয়াত স্বামীর আত্মজীবনী সেলুলয়েডের পর্দায় দেখতে চান বলে সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে জানান তিনি।

এ সময় শর্মিলার সঙ্গে ছিলেন তার কন্যা সাবা আলি খান। সাইফ আলি খানের বাবার জীবন নির্ভর ছবি দেখতে উদগ্রীব বর্ষীয়ান এই অভিনেত্রী। এ প্রসঙ্গে তাকে বেশ আশাবাদী ও উচ্ছ্বসিত মনে হলো।

একাধিকবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী শর্মিলা বলেন, ‘কেউ যথাযথভাবে গবেষণার পর এ ছবি পরিচালনা করলে ভালো লাগবে। তার জীবন পুরোপুরি কৌতূহলোদ্দীপক। সড়ক দুর্ঘটনা, বাবার মৃত্যু, শারীরিক ত্রুটি নিয়েও ক্রিকেট খেলা- সবই আকর্ষণীয়!’

প্রবল আগ্রহ নিয়ে কথাগুলো বলার সময় শর্মিলার চোখ ঝিকমিক করছিলো। কোন অভিনেতাকে টাইগার পতৌদির চরিত্রে দেখতে চাইবেন তা নিয়েও আলোচনা করেছেন তিনি। ৬৯ বছর বয়সী এই অভিনেত্রীর কথায়, ‘টাইগারের মতো দেখায় এমন কেউ হলে ভালো, হতে পারে রণবীর কাপুর। ’ আর প্রধান নায়িকার চরিত্রে তিনি চান আলিয়া ভাটকে নেওয়া হোক।

মনসুর আলি খানকে ডাকা হতো টাইগার পতৌদি নামে। শারীরিক অসম্পূর্ণতাকে জয় করে তিনি হয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের সর্বকনিষ্ঠ অধিনায়ক। টাইগার ও শর্মিলা বিয়ে করেন ১৯৬৯ সালে। তখন অভিনয় জীবনের তুঙ্গে শর্মিলা। এ দম্পতির তিন সন্তান সাইফ, সাবা ও সোহা।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।