বাংলাদেশে শিল্পীরাই স্বীকৃত সৃজনশীলতার প্রতিনিধিত্ব করেন। কিন্তু সাম্প্রতিক সময়ে তাদের দুর্দশার বেশকিছু চিত্র চোখে পড়েছে সবার।
মানবিক বন্ধনে আবদ্ধ হওয়ার প্রয়াসে এর উদ্যোক্তা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। ‘শিল্পীর পাশে ফাউন্ডেশন’-এর লক্ষ্য ও পথচলা সম্পর্কে ধারণা দিতে আগামী ১৯ নভেম্বর দুপুর সাড়ে ১২টায় হোটেল ওয়েস্টিনের বলরুমে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
জানা গেছে, ‘শিল্পীর পাশে ফাউন্ডেশন’-এর মাধ্যমে বিপন্ন, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মৃত্যুপথযাত্রী শিল্পীদের সহযোগিতা করা হবে। অসংখ্য শ্রোতাপ্রিয় গানের সুরস্রষ্টা লাকী আখন্দ ও আলাউদ্দিন আলীকে আর্থিক সহায়তা প্রদানের মধ্য দিয়ে এর সূচনা হচ্ছে।
ফাউন্ডেশনটির পরিচালনায় রয়েছেন দেশের বরেণ্য ব্যক্তিবর্গ। তাদের মধ্যে অন্যতম শিক্ষাবিদ ড. আনিসুজ্জামান, বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, শিক্ষক-কথাশিল্পী ড. মুহাম্মদ জাফর ইকবাল, কণ্ঠশিল্পী রুনা লায়লা, শিল্পোদোক্তা অঞ্জন চৌধুরী, মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর, সংগীতশিল্পী ফয়সাল সিদ্দিকী বগি প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
জেএইচ