সিলেটের কলেজ ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের ওপর বর্বরতার প্রতিবাদ জানিয়ে তৈরি হলো একটি গান। এর শিরোনাম ‘সং অব খাদিজা’।
এ গানের কথা লিখেছেন তারেক আনন্দ। গায়ককে নিয়ে এটি সুর করেছেন সজীব দাস। সংগীতায়োজন তারই। সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে মঙ্গলবার (১৫ নভেম্বর) রাতে এটি প্রকাশিত হয়েছে।
গানটি প্রসঙ্গে সজীব দাস ও সজল বলছেন, ‘আমরা এটাকে শুধু গান বলবো না, এটা আমাদের প্রতিবাদ। সারাদেশের মানুষের সঙ্গে গানের মাধ্যমে আমরা এমন বর্বরতার প্রতিবাদ জানাচ্ছি। ’
‘সং অব খাদিজা’র গীতিকার তারেক আনন্দ বলেন, ‘বিবেকের তাড়না ও দায়বদ্ধতা থেকে গানটি লিখেছি। খাদিজাকে সামনে রেখে প্রতিনিয়ত ঘটে চলা ন্যাক্কারজনক ঘটনাগুলোর প্রতিবাদে আমাদের এই সৃষ্টিকর্ম। ’
* ‘সং অব খাদিজা’ গানের লিংক:
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
জেএইচ