ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

নার্গিসকে নিয়ে গান (লিরিক্যাল ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
নার্গিসকে নিয়ে গান (লিরিক্যাল ভিডিও) খাদিজা আক্তার নার্গিস, (ডানে) সজল ও সজীব দাস

সিলেটের কলেজ ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের ওপর বর্বরতার প্রতিবাদ জানিয়ে তৈরি হলো একটি গান। ‘সং অব খাদিজা’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন ‘পাওয়ার ভয়েস’ বিজয়ী সংগীতশিল্পী সজল।

সিলেটের কলেজ ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের ওপর বর্বরতার প্রতিবাদ জানিয়ে তৈরি হলো একটি গান। এর শিরোনাম ‘সং অব খাদিজা’।

এতে কণ্ঠ দিয়েছেন ‘পাওয়ার ভয়েস’ বিজয়ী সংগীতশিল্পী সজল।

এ গানের কথা লিখেছেন তারেক আনন্দ। গায়ককে নিয়ে এটি সুর করেছেন সজীব দাস। সংগীতায়োজন তারই। সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে মঙ্গলবার (১৫ নভেম্বর) রাতে এটি প্রকাশিত হয়েছে।

গানটি প্রসঙ্গে সজীব দাস ও সজল বলছেন, ‘আমরা এটাকে শুধু গান বলবো না, এটা আমাদের প্রতিবাদ। সারাদেশের মানুষের সঙ্গে গানের মাধ্যমে আমরা এমন বর্বরতার প্রতিবাদ জানাচ্ছি। ’

‘সং অব খাদিজা’র গীতিকার তারেক আনন্দ বলেন, ‘বিবেকের তাড়না ও দায়বদ্ধতা থেকে গানটি লিখেছি। খাদিজাকে সামনে রেখে প্রতিনিয়ত ঘটে চলা ন্যাক্কারজনক ঘটনাগুলোর প্রতিবাদে আমাদের এই সৃষ্টিকর্ম। ’

* ‘সং অব খাদিজা’ গানের লিংক:

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।