যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প অভিনয়ও করেছেন! ব্যবসাসফল ও বিখ্যাত কিছু ছবিতে অতিথি শিল্পী হিসেবে দেখা গেছে তাকে।
চলচ্চিত্রের পাশাপাশি টিভি সিরিজেও স্বল্প সময়ের জন্য হাজির হয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
এসবের বেশিরভাগেই ডোনাল্ড ট্রাম্পকে হাস্যরসধর্মী সংলাপ বলতে দেখা গেছে। ছবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘হোম অ্যালোন টু: লস্ট ইন নিউইয়র্ক’ (১৯৯২), ‘টু উইকস নোটিশ’ (২০০২), ‘দ্য অ্যাসোসিয়েট’ (১৯৯৬), ‘দ্য লিটল রাসকেলস’ (১৯৯৪), ‘জুল্যান্ডার’ (২০০১),
টেলিভিশন সিটকম ‘দ্য ফ্রেশ প্রিন্স অব বেল এয়ার’, ‘সাডেনলি সুসান’, ‘দ্য ড্রু ক্যারি শো’, ‘স্পিন সিটি’, ‘দ্য ন্যানি’, টিভি সিরিজ ‘সেক্স অ্যান্ড দ্য সিটি’, ‘দ্য জব’। এ ছাড়া ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠানেও দেখা গেছে তাকে।
চমকপ্রদ বিষয় হলো, টেলিভিশন সিটকম ‘সাডেনলি সুসান’-এর একটি দৃশ্যে ডোনাল্ড ট্রাম্পের ছবির নিচে লেখা ছিলো- ‘আওয়ার নেক্সট প্রেসিডেন্ট?’ একইভাবে আরেক কার্টুন সিরিজ ‘দ্য সিম্পসন’-এ অনেক আগেই এমন ভবিষ্যদ্বানী করা হয়েছিলো। সেসবই এখন সত্যি।
ডোনাল্ড ট্রাম্প অভিনীত দৃশ্যগুলোর সংকলিত একটি ভিডিও ইউটিউবে ধুমচে দেখা হচ্ছে এখন। চলুন আমরাও দেখি ডোনাল্ড ট্রাম্প কোন কোন ছবি ও টিভি সিরিজে দর্শকদের আনন্দ দিয়েছেন।
বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
জেএইচ