চিরকুট ব্যান্ডের সংগীতশিল্পী হিসেবে পরিচিতি পাওয়া পিন্টু ঘোষ আর দলটির সঙ্গে নেই। আলাদা হয়ে গেছেন তিনি।
এ বিবৃতিতে বলা হয়েছে, ‘পিন্টু ভাই আমাদের সঙ্গে আর কাজ করছেন না। তিনি একক ক্যারিয়ার গড়তে চান। পারষ্পরিক আলোচনার মাধ্যমে আমরা তাতে শ্রদ্ধার সঙ্গে সম্মতি দিয়েছি। আমরা বিশ্বাস করি এটাই শেষ নয়। চিরকুট-এ ফেরার পথ তার জন্য সবসময় খোলা থাকবে। তিনি অসাধারণ একজন প্রতিভা। আমরা তার সর্বাত্মক সাফল্য কামনা করি এবং আমরা অবশ্যই তাকে মিস করবো। ’
সাম্প্রতিক সময়ে এককভাবে বেশকিছু কাজ করেছেন পিন্টু ঘোষ। এর মধ্যে উল্লেখযোগ্য- তৌকীর আহমেদ পরিচালিত ‘অজ্ঞাতনামা’র সংগীত পরিচালনা। একই নির্মাতার পরের ছবি ‘হালদা’র জন্যও গান তৈরি করেছেন তিনি।
এসব কারণে ব্যান্ডে অনিয়মিত হয়ে পড়েন পিন্টু। এভাবেই ধীরে ধীরে সরে গেছেন তিনি। তবে চিরকুটের সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকবে বলে মনে করেন জনপ্রিয় এই সংগীতশিল্পী।
ভক্তরা অবশ্য চিন্তিত। এ প্রসঙ্গে পিন্টুর স্ত্রী কণ্ঠশিল্পী সুকন্যা মজুমদার ঘোষ ফেসবুকে সবাইকে আশ্বস্ত করে লিখেছেন, ‘যারা ওকে নিয়ে ভাবছেন, তাদেরকে সত্যি বলছি, ও ভালো আছে। চিরকুটকে বিদায় জানাতে এই মানুষটার কষ্ট ও চোখের জলের সাক্ষী আমি। ’ তবে পিন্টু এখন থেকে স্বাধীনভাবে কাজ করতে পারবেন বলে খুশি তার সহধর্মিণী।
এদিকে পিন্টুর ব্যান্ড ছেড়ে যাওয়াকে ইতিবাচকভাবে দেখছে না চিরকুটের ভক্তরা। তবে আগামীতেও সবার ভালোবাসা নিয়ে এগিয়ে চলার ব্যাপারে আশাবাদী বর্তমান সদস্যরা। এতোদিন যে কঠোর পরিশ্রম করেছেন তারা, এটা অব্যাহত রাখার প্রতিশ্রুতি এসেছে তাদের কাছ থেকে।
বাংলাদেশ সময়: ০২৩০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
জেএইচ