ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

চাপাবাজ এটিএম শামসুজ্জামান!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
চাপাবাজ এটিএম শামসুজ্জামান! এটিএম শামসুজ্জামান, ছবি: রাজীন চৌধুরী-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘হয়তো আর বেশিদিন বাঁচবো না! যতোদিন বেঁচে আছি হাসতে চাই’- বলছিলেন গুণী অভিনেতা এটিএম শামসুজ্জামান। বুধবার (১৬ নভেম্বর) রাতে ঢাকার ফার্মগেটের একটি মিলনায়তনে নিজের অভিনীত নতুন হাসির নাটক নিয়ে এভাবেই অনুভূতি ব্যক্ত করেন তিনি।

‘হয়তো আর বেশিদিন বাঁচবো না! যতোদিন বেঁচে আছি হাসতে চাই’- বলছিলেন গুণী অভিনেতা এটিএম শামসুজ্জামান। বুধবার (১৬ নভেম্বর) রাতে ঢাকার ফার্মগেটের একটি মিলনায়তনে নিজের অভিনীত নতুন হাসির নাটক নিয়ে এভাবেই অনুভূতি ব্যক্ত করেন তিনি।

এটিএম শামসুজ্জামানের নতুন ধারাবাহিকটির নাম ‘চাপাবাজ’। এতে হাস্যরসের মাধ্যমে তুলে আনা হয়েছে দুটি পরিবারের দ্বন্দ্ব। একটি পরিবার এটিএম শামসুজ্জামানের, অন্যটি ড. ইনামুল হকের। পরিবার দুটি চাপাবাজির মাধ্যমে একে অপরকে সবসময় হেয় প্রতিপন্ন করে থাকে।

বিষয়বস্তু প্রসঙ্গে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা এটিএম শামসুজ্জামান বললেন, ‘চিত্রনাট্যটি আমার পছন্দ হয়েছে। এখানে একটি বক্তব্য আছে। আমি চাই দর্শকরা নাটকটি দেখে চাপাবাজি বন্ধ করতে উদ্বুদ্ধ হবেন। ’

এ নাটকে আরও অভিনয় করেছেন সুজাতা, ফেরদৌসী লীনা ও শবনম পারভীন ও পরিচালক হাসান জাহাঙ্গীর। তিনিই এটি লিখেছেন ও পরিচালনা করেছেন। আগামী ২০ নভেম্বর থেকে শনি, রোব ও সোমবার রাত ৯টা ২০ মিনিটে বৈশাখী টেলিভিশনে প্রচার হবে ‘চাপাবাজ’।

একই দিন থেকে একই চ্যানেলে আরও দুটি ধারাবাহিক শুরু হচ্ছে। বুধবার এগুলোর কলাকুশলীদের নিয়েও অনুষ্ঠিত হয় প্রীতিসন্ধ্যা। অন্য দুটি ধারাবাহিক নাটক হলো ‘কমেডি ৪২০’ এবং ‘লেডি গোয়েন্দা’। বৈশাখী টেলিভিশনের অনুষ্ঠান বিভাগের উপ-প্রধান জাহিদ হোসেন শোভনের সঞ্চালনায় এখানে বৈশাখী টেলিভিশনের উর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে প্রচার শুরু হতে যাওয়া নাটক তিনটির কিছু দৃশ্য দেখানো হয় অতিথিদেরকে। বৈশাখী টেলিভিশনের অনুষ্ঠান প্রধান আহসান কবির বলেন, ‘নাটক নির্বাচনের ক্ষেত্রে আমরা বরাবরই বিষয়ের ওপর জোর দিয়ে থাকি। নতুন ধারাবাহিক তিনটির বিষয়বস্তুও সমসাময়িক সময়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ। ’

‘কমেডি ৪২০’ নাটকে অভিনয় করেছেন আমিরুল হক চৌধুরী, আ খ ম হাসান, মীর সাব্বির, আলভী, অহনা, হুমায়রা হিমু, সিদ্দিকুর রহমান, চিত্রলেখা গুহ, মুনিরা মিঠু, কচি খন্দকার, তারিক স্বপন, ম ম মোর্শেদ, রোমানা স্বর্ণা প্রমুখ।

পুরান ঢাকার বাড়িওয়ালা হরকতকে ঘিরেই এর গল্প। বৈশাখী টেলিভিশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলমের মূল ভাবনায় আকাশ রঞ্জনের রচনা ও ফরিদুল হাসানের পরিচালনায় শনি থেকে সোমবার রাত ৮টা ৪০ মিনিটে প্রচার হবে এটি।

সাহসী নারীদের সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত ‘লেডি গোয়েন্দা’য় অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, নমিরা, চৈতি, হুমায়রা হিমু, ফারজানা চুমকি, কেএস ফিরোজ, শাহানা সুমি, ওবিদ রেহান, শাহিন খান, আমানুল হক হেলাল, আহসানুল হক মিনু, দিলু মজুমদার। ফজলুল করিম ও মমর রুবেলের রচনা এবং ডিএ তায়েবের পরিচালনায় নাটকটির পর্ব পরিচালক চন্দন চৌধুরী ও জিএম সৈকত। মঙ্গল ও বুধবার রাত ৮টা ৪০ মিনিটে প্রচার হবে এটি।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।