বাসা খুঁজছে ব্যাচেলর ইফতি। কিন্তু ব্যাচেলরদের পছন্দসই বাসা পাওয়া যে কতো কঠিন ধারণা ছিলো না তার।
হাল ছাড়ে না ইফতি। সে একজনকে বউ সাজিয়ে, কখনও নিজের ছেলে সাজিয়ে নিয়ে আসে। বাড়িওয়ালি বিষয়টা বুঝে ফেলেন। তিনি একটি বিদেশি এনজিওতে চাকরি করেন। স্বামীর সঙ্গে তার বিয়েবিচ্ছেদ হয়েছে, সন্তানও নেই।
এক পর্যায়ে ইফতির সঙ্গে বাড়িওয়ালির বন্ধুত্ব হয়ে যায়। একদিন অন্যরকম এক সারপ্রাইজ নিয়ে তার সামনে হাজির হয় ইফতি। সারপ্রাইজটা জানা যাবে ‘ঠিকানা ভুল ছিলো’ নাটকে। এতে বাড়িওয়ালির ভূমিকায় আছেন অভিনেত্রী রিচি সোলায়মান। ইফতি চরিত্রে দেখা যাবে তানভীরকে।
শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে ‘ঠিকানা ভুল ছিলো’। এটি লিখেছেন রুদ্র মাহফুজ, পরিচালনা করেছেন সাখাওয়াৎ মানিক।
বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
জেএইচ