ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

ক্যানভাসে ‘সময়ের ছাপ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
ক্যানভাসে ‘সময়ের ছাপ’

নতুন কারো সঙ্গে দেখা হওয়ার পর পরই একটা ছাপ পড়ে মানুষের মনে। এটা নতুন দেশ দেখার সময়ও তৈরি হয়। নতুন কোনো বস্তু দেখলেও হয়। তবে ব্যক্তির বিষয়টি সময় ভেদে বদলায়। প্রথম যাকে হেঁটে আসতে দেখা গেছে সে মানুষকে গাড়িতে চড়তে দেখলে পুরনো ছাপের ওপর আরেকটি ছাপ পড়ে। 

নতুন কারো সঙ্গে দেখা হওয়ার পর পরই একটা ছাপ পড়ে মানুষের মনে। এটা নতুন দেশ দেখার সময়ও তৈরি হয়।

নতুন কোনো বস্তু দেখলেও হয়। তবে ব্যক্তির বিষয়টি সময় ভেদে বদলায়। প্রথম যাকে হেঁটে আসতে দেখা গেছে সে মানুষকে গাড়িতে চড়তে দেখলে পুরনো ছাপের ওপর আরেকটি ছাপ পড়ে।

যাকে প্রথম দিন ফ্যাকাশে লেগেছিলো পরদিন তাকে সজীব দেখা গেলেও তেমনটি হয়। তৃতীয় দিন তাকে উজ্জ্বল রঙের পোশাকে দেখেও আলাদা লাগতে পারে। সেই তাকে কান্না লুকাতে দেখলে কিংবা বাজারের থলে হাতে নিয়ে ঘুরতে দেখলেও কিন্তু নতুন ভাব তৈরি হয়। এমন অজস্র ছাপ পড়ে চলে সময়ের পালাবদলে মানুষের মনে।

চিত্রশিল্পী মোঃ আব্দুল গাফফার বাবু সময়ের চিহ্নগুলো খুঁজে বেড়ান। তাই তার আঁকা ছবিতে অজস্র চিহ্নের ছড়াছড়ি। কোনো কোনো চিহ্নের বয়স বেশি হওয়ায় ছাপ হালকা হয়ে থাকতে পাওে, কিন্তু দাগ রেখে বসে গেছে গভীরে। আবার কোনো চিহ্ন টাটকা, অথচ অল্প দাগ কেটে গেছে। সব মিলিয়ে ছবিগুলোতে হাসি, কান্না, অপরিচয়ের ধাক্কা, বন্ধুত্বের প্রশান্তি, আতিথেয়তার তৃপ্তি ও বুঝতে না পারার বেদনা আছে। আবেগ আর অনুভূতির মিশ্রণে সাজানো ছবিগুলোর চেহারা বিমূর্ত।

এমন ছবিগুলো নিয়ে আয়োজন করা হয়েছে ‘সময়ের ছাপ’ শীর্ষক মোঃ আবদুল গাফফার বাবুর দ্বিতীয় একক চিত্র প্রদর্শনী। শনিবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকায় প্রদর্শনীর উদ্বোধন করবেন প্রধান অতিথি বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ও সিইও ফারুক সোবহান। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের চিত্রশিল্পী অধ্যাপক সৈয়দ আবুল বারক আলভী এবং অধ্যাপক শিশির ভট্টাচার্য। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন শিল্পী, চিত্র সমালোচক মোস্তফা জামান।

অলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারি এবং জুম গ্যালারিতে প্রদর্শনীটি চলবে ২৯ নভেম্বর পর্যন্ত। সোম থেকে বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা। সবার জন্য উন্মুক্ত।

২০০৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে এম.এফ.এ সম্পূর্ণ করেছেন শিল্পী মোঃ আব্দুল গাফফার বাবু। ছাপচিত্র ছিলো তার পড়ার বিষয়। ২০০০-২০১৬ সাল অবধি তিনি দেশ-বিদেশে অনেক দলবদ্ধ চিত্রপ্রদর্শনী, কর্মশালা ও রেসিডেন্সিতে অংশ নিয়েছেন। ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজে তার প্রথম একক চিত্রকর্ম প্রদর্শনী হয় ২০১৪ সালে। তিনি জলরঙ, তেলরঙ, পেন্সিল, অ্যাক্রিলিক, চারকোল, উডকাট, লিথোগ্রাফ, মিশ্রসহ নানা মাধ্যমে কাজ করেন।

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।