দেশের উন্নয়নের গতিকে ত্বরান্বিত করতে দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে বিশেষ অনুষ্ঠান নির্মাণ করেছে বিটিভি। এর নাম ‘সত্য বল সুপথে চল’।
অনুষ্ঠানের শুভারম্ভ ঘোষণা করেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। ‘সত্য বল সুপথে চল’-এর পরিকল্পনা করেছেন বিটিভির মহাপরিচালক এসএম হারুন অর রশীদ। তিনি বলেন, ‘সমাজ এবং রাষ্ট্র থেকে দুর্নীতি দমন করতে ব্যক্তি থেকে শুরু করে সমষ্টিগত সবার মধ্যে সততা ও শুদ্ধাচার চর্চা দরকার। এক্ষেত্রে গণমাধ্যমের বিশেষ ভূমিকা রয়েছে। তাই আমরা এ অনুষ্ঠান নির্মাণ করেছি। ’
অনুষ্ঠানে আরও ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান, পুলিশের মহাপরিদর্শক এ.কে.এম শহীদুল হক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার রকিবুর রহমান, গণযোগাযোগ অধিদপ্তরেরর মহাপরিচালক বেগম কামরুন নাহার প্রমুখ।
শুরুতেই অভিনেতা ঝুনা চৌধুরীর নেতৃত্বে মঞ্চায়ন হয় আবদুল্লাহ আল মামুনের ‘সুবচন নির্বাসন’ নাটকের অংশবিশেষ। ফরিদা পারভীন গেয়ে শোনান লালনের গান ‘সত্য বল সুপথে চল, ওরে আমার মন’।
এ ছাড়া ছিলো দুর্নীতিবিরোধী জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক বিটিভিতে প্রচারিত বিভিন্ন পরিবেশনা নিয়ে একটি প্রদর্শনী। রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে ‘মোরা সত্যের পরে মন, আজি করব সমর্পণ’ গানের মধ্য দিয়ে শেষ হয় শুভারম্ভ অনুষ্ঠান।
জানা গেছে, সর্বস্তরের মানুষের অংশগ্রহণের পাশাপাশি ‘সত্য বল সুপথে চল’-এ থাকবে গান, নাটিকা, সাক্ষাৎকার, প্রামাণ্যচিত্র, তথ্যচিত্র, বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মতামত।
আগামী ২১ নভেম্বর বিটিভিতে এই আয়োজনের প্রথম পরিবেশনা হিসেবে প্রচার হবে শুভারম্ভ অনুষ্ঠানটি। ২৮ নভেম্বর থেকে প্রতি সোমবার বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে ২৫ মিনিট ব্যাপ্তির অনুষ্ঠানটি নিয়মিত প্রচার হবে।
বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
জেএইচ/