এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’র মাধ্যমে রূপালি পর্দায় একসঙ্গে অভিষেক হয় নাঈম ও শাবনাজের। এ ছবিই তাদেরকে এনে দেয় জনপ্রিয়তা।
‘চাঁদনী’ মুক্তি পায় ১৯৯১ সালের ২ অক্টোবর। গত মাসে পূর্ণ হলো এর ২৫ বছর। নিজেদের প্রথম ছবির রজতজয়ন্তী পূর্তি উদযাপন করতে যাচ্ছেন নাঈম-শাবনাজ দম্পতি।
শনিবার (১৯ নভেম্বর) ঢাকার গুলশানের একটি রেস্তোরাঁয় ‘চাঁদনী সন্ধ্যায়’ শীর্ষক এ আয়োজনে থাকবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। এখানে ছবিটির সঙ্গে যুক্ত কলাকুশলীরা এবং নব্বই দশক ও বর্তমান সময়ের চলচ্চিত্র শিল্পীরা থাকবেন বলে জানা গেছে।
‘চাঁদনী’ ছাড়াও নাঈম-শাবনাজ জুটির ছবির তালিকায় রয়েছে ‘চোখে চোখে’, ‘লাভ’, ‘অনুতপ্ত’, ‘জিদ’ প্রভৃতি। ১৮ বছর আগে চলচ্চিত্র থেকে সরে দাঁড়ান দু’জনে। তারা এখন সংসার আর নিজেদের ব্যবসা নিয়ে ব্যস্ত।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
জেএইচ