দেশীয় চলচ্চিত্রের দুই জনপ্রিয় অভিনেতা আলমগীর ও ইলিয়াস কাঞ্চন। সত্তর দশকে কাছাকাছি সময়ে দু’জনেরই অভিষেক হয় রূপালি পর্দায়।
অনেকদিন পর জনসমক্ষে গাইলেন আলমগীর ও ইলিয়াস কাঞ্চন। ক্যানসার আক্রান্ত বরেণ্য সুরকার আলাউদ্দিন আলীর সঙ্গে শনিবার (১৯ নভেম্বর) দুপুরে ঢাকার গুলশানে ওয়েস্টিন হোটেলে শিল্পীর পাশে ফাউন্ডেশনের উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন তারা।
আলাউদ্দিন আলী মঞ্চে এসে শুরুতে একা একটি গান গেয়ে শোনান। এরপর তার সঙ্গে গলা মেলাতে আসেন কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী। এ জুটি তাদের জনপ্রিয় গান ‘একবার যদি কেউ ভালোবাসতো’ পরিবেশন করেন। এরপর ইলিয়াস কাঞ্চন মঞ্চে এসে গেয়েছেন তার অভিনীত গান ‘পাবার সময় হতে না হতে’।
আলাউদ্দিন আলীর সুর করা আরেক কালজয়ী গান ‘আছেন আমার মোক্তার, আছেন আমার বাইরেস্টার’ পরিবেশন করেন আলমগীর। এ সময় মঞ্চে আরও ছিলেন অভিনেত্রী শম্পা রেজা, কণ্ঠশিল্পী মুহাম্মদ খুরশীদ আলম, সুরকার মইনুল ইসলাম খান ও কণ্ঠশিল্পী কনকচাঁপা দম্পতি। বেজ গিটার বাজিয়েছেন কি-বোর্ডিস্ট ফোয়াদ নাসের বাবু।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হকের উদ্যোগে গড়ে ওঠা শিল্পীর পাশে ফাউন্ডেশনের পথচলার শুরুর এ আয়োজনে সংগীত পরিবেশন করেছেন ফুসফুসের ক্যানসারে আক্রান্ত লাকী আখন্দও। তার হাতে ৪০ লাখ টাকার চেক ও আলাউদ্দিন আলীর হাতে ২০ লাখ টাকার চেক প্রদান করেছে ফাউন্ডেশনটি। সাংস্কৃতিক অঙ্গনের সব শাখার শিল্পীদের অংশগ্রহণে এ আয়োজন হয়ে ওঠে মনে রাখার মতো এক মিলনমেলা।
* আলমগীর গাইছেন ‘আছেন আমার মোক্তার’:
* ইলিয়াস কাঞ্চন গাইছেন ‘পাবার সময় হতে না হতে’:
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
জেএইচ