ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

নতুন চলচ্চিত্র নতুন নির্মাতা উৎসবে ‘অজ্ঞাতনামা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
নতুন চলচ্চিত্র নতুন নির্মাতা উৎসবে ‘অজ্ঞাতনামা’ দৃশ্য: ‘অজ্ঞাতনামা’

‘নতুন চলচ্চিত্র নতুন নির্মাতা চলচ্চিত্র উৎসব’ কর্মসূচিতে নভেম্বর মাসের নির্বাচিত ছবি হিসেবে দেখানো হবে তৌকীর আহমেদের ‘অজ্ঞাতনামা’। ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টায় শুরু হবে এর প্রদর্শনী।

‘নতুন চলচ্চিত্র নতুন নির্মাতা চলচ্চিত্র উৎসব’ কর্মসূচিতে নভেম্বর মাসের নির্বাচিত ছবি হিসেবে দেখানো হবে তৌকীর আহমেদের ‘অজ্ঞাতনামা’। ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টায় শুরু হবে এর প্রদর্শনী।

এদিন বিকেল ৪টায় থাকছে তিনটি স্বল্পদৈর্ঘ্য কাহিনিচিত্র ও একটি প্রামাণ্য চলচ্চিত্র। স্বল্পদৈর্ঘ্য ছবিগুলো হলো রেহমান রাহাতের ‘এ ননসেন্স ড্রিম’ (উদ্বোধনী প্রদর্শনী), ভিকি জাহেদের ‘মায়া’, আবরার হোসাইন রাজীবের ‘ব্লকড’ (উদ্বোধনী প্রদর্শনী)। প্রামাণ্য চলচ্চিত্রটি হলো প্রদীপ ঘোষ নির্মিত ‘ক্ষতচিহ্ন’ (উদ্বোধনী প্রদর্শনী)।

ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে দেশীয় চলচ্চিত্রকারদের নির্মিত স্বল্পদৈর্ঘ্য, পূর্ণদৈর্ঘ্য এবং প্রামাণ্যচিত্রের বছরব্যাপী প্রতিযোগিতামূলক উৎসবে নভেম্বর মাসে জমা পড়া ছবিগুলো থেকে জুরি সদস্যরা বাছাই করেছেন পাঁচটি চলচ্চিত্র। এ আয়োজনের প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টায় অনুষ্ঠিত হবে ‘স্বাধীনধারার চলচ্চিত্রে নির্মাতা ও অভিনয়শিল্পী সম্পর্ক’ বিষয়ক ‘সিনেমা ফাইভ আলাপ’। এর অতিথি বক্তা চলচ্চিত্র নির্মাতা ও অভিনয়শিল্পী তৌকীর আহমেদ।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।