‘নাটক হোক সুস্থ মননশীলতা সৃষ্টির তীর্থক্ষেত্র’ প্রতিপাদ্য নিয়ে ৩০ বছর পূর্তি করেছে বাংলাদেশ থিয়েটার। এ উপলক্ষে ‘বৈচিত্রময় তিন দশক’ শিরোনামে দুই দিনের অনুষ্ঠান করছে দলটি।
বৃহস্পতিবার দুপুর ১২টায় বাংলাদেশ থিয়েটারের আমন্ত্রণে হাস্যরসে পরিপূর্ণ নির্বাক অভিনয়ের মাধ্যমে সমাজের বৈচিত্রময় সমস্যা তুলে ধরে মূকাভিনয় পরিবেশন করবে মাইম আর্ট। পরিবেশনাগুলোর গল্প রচনা ও নির্দেশনা দিয়েছেন দলটির প্রধান নিথর মাহবুব। বিভিন্ন চরিত্রে রূপদান করবেন টুটুল, শুভ, সুধাংশু, সবুজ, শ্যামল, রবি, রিপন, চয়ন প্রমুখ।
এদিন সন্ধ্যা সাতটায় থাকবে বাংলাদেশ থিয়েটারের নাটক ‘সিরাজ যখন নবাব সিরাজদ্দৌলা’। এর মূলগল্প শচীন্দ্রনাথ সেনগুপ্ত, নবনাট্যরূপ ও নির্দেশনায় আব্দুল আজিজ। ২৫ নভেম্বর সন্ধ্যা সাতটায় মঞ্চায়ন হবে দলটির হাসির নাটক ‘সী-মোরগ’-এর ২৫৮তম প্রদর্শনী। লিখেছেন আসাদুল্লাহ ফারাজী, নির্দেশনায় হুমায়ূন কবির হিমু।
বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
জেএইচ