আলোকচিত্রী মায়মুনকে পেশাগত কাজে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হয়। এভাবেই একদিন তার পরিচয় হয় রক্ষণশীল পরিবারের মেয়ে মায়ার সঙ্গে।
কিন্তু ভালোবাসার টানে মায়া ছুটে যায় মায়মুনের কাছে। পালিয়ে বিয়ে করে তারা। শুরু হয় দু’জনের নতুন জীবন। সুখেই দিন কাটছিলো তাদের। কিন্তু সেটা বেশিদিন স্থায়ী হয় না। ব্রেইন টিউমারে আক্রান্ত হয় মায়া।
এমন গল্প নিয়ে তৈরি হয়েছে টেলিছবি ‘মায়াপুরের মায়া’। এতে মায়মুন চরিত্রে তৌসিফ মাহবুব ও মায়ার ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী।
টেলিছবিটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় মাবরুর রশীদ বান্নাহ। এতে আরও অভিনয় করেছেন কাজী উজ্জ্বল, জামিল হোসেন ও অনেকে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে ‘মায়াপুরের মায়া’।
বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
জেএইচ