বিশাল বাজেট সমস্যা, নায়িকার বেশি পারিশ্রমিক দাবি ও স্বামীর চরিত্রে টিভি তারকাকে নেওয়ায় আপত্তি তোলা, চরিত্র কম গুরুত্বপূর্ণ কি-না তা নিয়ে দুই নায়কের দুশ্চিন্তায় পড়া- এমন কতো ঝামেলার কথাই না শোনা গেছে ‘পদ্মাবতী’কে ঘিরে। অবশেষে সব কাটিয়ে চলতি মাসের শুরুতে এর চিত্রায়ন শুরু হয়েছে।
এবার নতুন সঙ্কটে পড়েছেন পরিচালক সঞ্জয়লীলা বানসালি। সম্প্রতি তিনি শহিদ কাপুর ও দীপিকা পাড়ুকোনের লুক টেস্ট নেন। ছবিটিতে তাদেরকে দেখা যাবে স্বামী-স্ত্রীর ভূমিকায়। কিন্তু শহিদের চেয়ে দীপিকার উচ্চতা বেশি হওয়ায় কপালে ভাঁজ পড়েছে নির্মাতার।
‘পদ্মাবতী’ তৈরি হচ্ছে ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে। এতে নাম ভূমিকায় অভিনয় করছেন দীপিকা। তিনি ছিলেন চিত্তোরের রানী। তার স্বামী রাজপুতের যোদ্ধা রাওয়াল রতন সিং চরিত্রে থাকছেন শহিদ। সাধারণ মানুষ মনে করে, রানীর চেয়ে রাজারা বরাবরই লম্বা ছিলেন। কিন্তু শহিদের উচ্চতা দীপিকার চেয়ে কম।
ঐতিহ্যগতভাবে রাজপুতরা ভীষণ রক্ষণশীল। ফলে ইতিহাসের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই বানসালির। মূলত এটাই তাকে উভয়সঙ্কটে ফেলে দিয়েছে। পর্দায় শহিদ ও দীপিকার উচ্চতা সমান রাখতে হিমশিম খাচ্ছেন তিনি।
একটি সূত্র জানিয়েছে, দিল্লির ডিজাইনারদ্বয় রিম্পল ও হারপ্রীত নারুলা ‘পদ্মাবতী’র চরিত্রগুলোকে কেমন দেখাবে সেদিকটি তদারকি করছেন। শহিদ ও দীপিকার উচ্চতা সমান করার দায়িত্বও তাদের কাঁধেই। উপায় না দেখে শহিদকে স্পোর্টস হিল পরাচ্ছেন তারা।
ছবিটিতে আরও অভিনয় করছেন রণবীর সিং। তাকে দেখা যাবে দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজির চরিত্রে। প্রেমে উন্মাদ এই রাজা পদ্মাবতীকে পেতে তার রাজ্যে আক্রমণ করে।
তবে পর্দায় রণবীর ও দীপিকাকে একফ্রেমে দেখা যাবে না। আলাউদ্দিন খিলজির প্রধান বেগমের (স্ত্রী) কমলা দেবির ভূমিকায় আছেন অদিতি রাও হায়দারি। ‘পদ্মাবতী’ মুক্তি পাবে ২০১৭ সালের ১৭ নভেম্বর।
এদিকে সাইফ আলি খান ও কারিনা কাপুর অভিনীত ‘এজেন্ট বিনোদ’ ছবির জনপ্রিয় গান ‘রাবতা’র নতুন সংস্করণে নাচবেন দীপিকা। ‘রাবতা’ নামের একটি ছবিতে থাকবে এটি। এতে মুখ্য চরিত্রে আছেন সুশান্ত সিং রাজপুত ও কৃতি স্যানন। ছবিটি মুক্তি পাবে আগামী বছরের ১০ ফেব্রুয়ারি।
বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
জেএইচ