বিখ্যাত আলোকচিত্রী সিবাস্তিও সালগাদো ৪০ বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে বেড়িয়েছেন। ছবি তুলেছেন যুদ্ধের, গণহত্যার, দুর্ভিক্ষ, শ্রম-সংগ্রাম এবং অভিবাসনের।
সালগাদোর এসব ছবির অন্তরালের গল্প নিয়ে দুই বছর তৈরি হয় প্রামাণ্যচিত্র ‘দ্য সল্ট অব দ্য আর্থ’। এটি যৌথভাবে পরিচালনা করেছেন উইম ওয়েন্ডার্স ও জুলিয়ানো রিবেইরো সালগাদো।
১ ঘণ্টা ৫০ মিনিট ব্যাপ্তির ছবিটি ঢাকায় প্রদর্শনের আয়োজন করেছে বাংলাদেশ প্রামাণ্যচিত্র পর্ষদ। শুক্রবার (২৫ নভেম্বর) ঢাকায় শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সেমিনার কক্ষে (নিচতলা) বিকেল পাঁচটায় এটি দেখা যাবে। এরপর প্রামাণ্যচিত্রের নানাদিক নিয়ে থাকবে মুক্ত আলোচনা।
‘দ্য সল্ট অব দ্য আর্থ’ ৮৭তম অস্কারের প্রামাণ্যচিত্র বিভাগে মনোনয়ন পায়। ২০১৪ সালে কান চলচ্চিত্র উৎসবে আনসার্টেন রিগার্ড বিভাগে বিশেষ পুরস্কার জেতে এটি। একই বছর সান সেবাস্তিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে এবং ২০১৫ সালে ট্রমসো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে অডিয়েন্স অ্যাওয়ার্ড পায় এটি। ৪০তম সিজার অ্যাওয়ার্ডসেও সেরা প্রামাণ্য চলচ্চিত্রের পুরস্কার জেতে এটি।
বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
জেএইচ