ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

বিভিন্ন দেশ ঘুরে ঢাকায় ‘ঝলমলিয়া’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
বিভিন্ন দেশ ঘুরে ঢাকায় ‘ঝলমলিয়া’ দৃশ্য: ‘ঝলমলিয়া’

স্বাধীন ধারার নির্মাতা সাইফুল ওয়াদুদ হেলাল পরিচালিত প্রামাণ্য চলচ্চিত্র ‘ঝলমলিয়া’ বিশ্বের বিভিন্ন দেশের উৎসবে প্রদর্শিত হয়েছে। এবার এর প্রদর্শনী হবে ঢাকায়। ১৪তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক প্রামাণ্য চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে এটি।

স্বাধীন ধারার নির্মাতা সাইফুল ওয়াদুদ হেলাল পরিচালিত প্রামাণ্য চলচ্চিত্র ‘ঝলমলিয়া’ বিশ্বের বিভিন্ন দেশের উৎসবে প্রদর্শিত হয়েছে। এবার এর প্রদর্শনী হবে ঢাকায়।

১৪তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক প্রামাণ্য চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে এটি।

আগামী ৩ ডিসেম্বর শুরু হয়ে উৎসবটি চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। এ আয়োজনে ৪ ডিসেম্বর বিকেল ৫টায় ঢাকায় শাহবাগস্থ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে প্রদর্শিত হবে এক ঘণ্টা ব্যাপ্তির প্রামাণ্য চলচ্চিত্র ‘ঝলমলিয়া’।

বাংলাদেশের দক্ষিণ-পশ্বিম উপকুল অঞ্চলের হুড়কা গ্রামে ঝলমলিয়া নামে একটি দীঘি আছে। সমুদ্রের কাছাকাছি হওয়ায় সমগ্র অঞ্চল জুড়ে সুপেয় পানির অভাব। দীঘিটি হয়ে আছে ওই অঞ্চলের মানুষের পানীয় জলের একমাত্র উৎস। এটাকে ঘিরেই তাদের জীবনযাপন, লৌকিক-অলৌকিক গল্প আর কল্পকথা। ২০০৯ সালে আইলায় সমগ্র অঞ্চল প্লাবিত হলেও দীঘিটি রক্ষা পায়।

নির্মাতা সাইফুল ওয়াদুদ হেলাল বলেন, ‘দিন যায়, বদলায় প্রকৃতি ও পরিবেশ। প্রকৃতির কোলে বেড়ে ওঠা মানুষের জীবনে সেই প্রভাব পড়ে। প্রকৃতির ইচ্ছায় মানুষের ঘর ভাঙে, মানুষ ভিটেছাড়া হয়। নিজের ইচ্ছায়ও মানুষ ঘর ভাঙে, ঘরছাড়া হয়। মানুষ বদলালে কতোটা বদলায়? জীবন ভাসতে ভাসতে কখনও কী কোনো পথ খুঁজে পায়? আইলা-পরবর্তী ছয় বছর দক্ষিণ-পশ্চিম উপকূলের গ্রাম ও সেখানকার মানুষের জীবনযাপন নিবিড় পর্যবেক্ষণের প্রামাণ্য ছবি এটি। ’

মংলা বন্দরের অনতি দূরে দক্ষিণাঞ্চলের একটি গ্রামে ঘূর্ণিঝড় আইলা-পরবর্তী ছয় বছর ধরে ‘ঝলমলিয়া’র চিত্রায়ন হয়েছে। এক ঘূর্ণিঝড় থেকে পরবর্তী ঘূর্ণিঝড় সতর্কতা পর্যন্ত দেশের উপকূলীয় গ্রাম, গ্রামীণ জীবন এবং মানুষের জীবনযাত্রাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণের চেষ্টা করা হয়েছে ছবিটিতে।

এদিকে আগামী ৮ ডিসেম্বর দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘এক্রস দ্য বর্ডার’ বিভাগে প্রদর্শিত হবে ‘ঝলমলিয়া’। এর আগে যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের আলবেনিতে ক্যাপিটাল সিনেমা ফিল্ম ল্যাব ফাইনালিস্ট হয়ে উৎসবের সমাপনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয় ‘ঝলমলিয়া’।

তারপর চেক রিপাবলিকের বার্নো শহরে ইউরোপের সবচেয়ে প্রাচীন পরিবেশ বিষয়ক চলচ্চিত্রের আসর ৪২তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘ইকোফিল্ম ২০১৬’র প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হয় ও উৎসবের সর্বোচ্চ পুরস্কার গ্রাঁ প্রিঁ ও শ্রেষ্ঠ ‘এনভায়রো’ চলচ্চিত্রের জন্য দুটি সম্মানজনক মনোনয়ন লাভ করে। এ ছাড়া সদ্য সমাপ্ত কলকাতা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের একমাত্র প্রামাণ্য চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত ও প্রশংসিত হয়।

মীরা মিডিয়ার ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন আমিনুর রহমান, মুনীর হোসেন, কাজী মীরা ও শফিউল ওয়াদুদ। চিত্রগ্রহণে ফাহমিদা সুমী ও সাইফুল ওয়াদুদ হেলাল। গবেষণা ও সম্পাদনায় সাইফুল ওয়াদুদ হেলাল।

১৯৬৭ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন সাইফুল ওয়াদুদ হেলাল। কানাডার মন্ট্রিলে সাংবাদিক হিসেবে তার কর্মজীবন শুরু হয়। মন্ট্রিল থেকে চলচ্চিত্রে অধ্যয়ন ও টেলিভিশন উৎপাদনে ডিপ্লোমা প্রাপ্তির পর অনুষ্ঠান নির্মাতা ও সম্পাদক হিসেবে স্থানীয় টেলিভিশন চ্যানেলে কাজ শুরু করেন তিনি। লেখালেখি ও সাংবাদিকতার পাশাপাশি কানাডা এবং বিভিন্ন বিদেশি চ্যানেলের জন্য স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, টিভি ম্যাগাজিন এবং প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন হেলাল।

* প্রামাণ্য চলচ্চিত্র ‘ঝলমলিয়া’র ট্রেলার:

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।