ঢাকার বনানীস্থ আর্মি স্টেডিয়াম মাঠে একপাশের একটি স্থাপনা ভালোভাবে দেখলে চোখ আটকে যায়। হলুদ দিয়ে বানানো ঢোল আর শুকনা মরিচ দিয়ে সাজানো তানপুরা!
মাঠে গত ২৪ নভেম্বর থেকে চলছে বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব।
দর্শক-শ্রোতারা মঞ্চের সামনে রাখা আসন ছেড়ে পেটপূজা করতে এদিকে এলে হলুদের ঢোল ও শুকনো মরিচের তানপুরার পাশে দাঁড়িয়ে ছবি তুলতে ভুল করছেন না। চলছে সেলফিও। উচ্চাঙ্গসংগীতের আসর বলেই এই দৃষ্টিনন্দন উদ্যোগ স্কয়ারের পণ্য রাঁধুনির।
বেঙ্গল ফাউন্ডেশনের এই আয়োজনের পঞ্চম ও শেষ দিনের পরিবেশনা শুরু হবে সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাতটায়। এদিনও নিশ্চয়ই হলুদের ঢোল ও শুকনো মরিচের তানপুরাকে ঘিরে থাকবে দর্শনার্থীদের আগ্রহ।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
জেএইচ