২০১৭ সালের জানুয়ারিতে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক সুফি সংগীত উৎসব। তিন রাত ধরে চলবে দেশ-বিদেশের সুফি শিল্পীদের পরিবেশনা।
সোমবার (২৮ নভেম্বর) রাতে ঢাকার আর্মি স্টেডিয়ামে বেঙ্গল উচ্চাঙ্গসঙ্গীত উৎসবের সমাপনী অধিবেশনে এ ঘোষণা দেন এর আয়োজক বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটু।
আগেরবার রাজধানীর বিজয় সরণির সামরিক জাদুঘর মাঠে হয়েছিলো আন্তর্জাতিক সুফি সংগীত উৎসব। এবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে করার ঘোষণা এলো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের অনুরোধে।
উচ্চাঙ্গসংগীত উৎসবের সমাপনীতে বিশেষ অতিথির বক্তব্য প্রদানকালে ঢাকা দক্ষিণ সিটির মেয়র বলেন, 'পুরান ঢাকায় ১২টি মিউজিক্যাল স্কুল আছে। কিন্তু এগুলো প্রায় নিষ্ক্রিয়। বেঙ্গল ফাউন্ডেশন যদি এসব স্কুল পরিচালনার ভার নেয় তাহলে পুরান ঢাকার মানুষের মন বিকশিত ও আলোকিত হতে পারে। আর তারা যদি পুরনো ঢাকায় উচ্চাঙ্গসংগীত উৎসবের মতো কিছু করেন তাহলে আমরা খুব খুশি হবো। '
মেয়রের অনুরো্ধের প্রেক্ষিতে সমাপনী অধিবেশনের শেষ প্রান্তে আসন ছেড়ে মাইক্রোফোনের সামনে এসে বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান বঙ্গবন্ধু স্টেডিয়ামে সুফি গানের উৎসব আয়োজনের ঘোষণা দেন।
এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ। সভাপতিত্ব করেন শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমেরিটাস ড. আনিসুজ্জামান। মঞ্চে বিশেষ অতিথি হিসেবে আরও ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।
বাংলাদেশ সময়: ২২৩৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
জেএইচ