ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

পাঁচ দফা দাবি না মানলে ১ জানুয়ারি থেকে গণআন্দোলন

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
পাঁচ দফা দাবি না মানলে ১ জানুয়ারি থেকে গণআন্দোলন ছবি: রাজীন চৌধুরী-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

টেলিভিশন শিল্পের সঙ্গে সম্পৃক্ত শিল্পী ও কলাকুশলীদের স্বার্থসংশ্লিষ্ট পাঁচ দফা দাবি জানানো হয়েছে সরকারের কাছে।

টেলিভিশন শিল্পের সঙ্গে সম্পৃক্ত শিল্পী ও কলাকুশলীদের স্বার্থসংশ্লিষ্ট পাঁচ দফা দাবি জানানো হয়েছে সরকারের কাছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এসব দাবি না মানলে ১ জানুয়ারি থেকে দুর্বার গণআন্দোলন শুরুর আলটিমেটাম দিয়েছে টিভি সংশ্লিষ্ট কলাকুশলীদের ১৩টি সংগঠনের জোট সংগঠন ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও)।

‘শিল্পে বাঁচি, শিল্প বাঁচাই’ প্রতিপাদ্য নিয়ে বুধবার (৩০ নভেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত দিনব্যাপী টেলিভিশন শিল্পী ও কলাকুশলী সমাবেশে ভবিষ্যৎ কর্মসূচি ঘোষণার সময় সংগঠনটির আহ্বায়ক মামুনুর রশীদ বলেন, ‘সংস্কৃতি অঙ্গনের অন্য মাধ্যমগুলোর আমাদের টেলিভিশন শিল্প চেয়ে বড়। চলচ্চিত্র শিল্পের চেয়েও এটা অনেক বড়। কাজেই সরকারকে এ শিল্পের ভালো বুঝতে হবে। ’

মামুনুর রশীদ আরও বলেন, ‘আজ আমরা ঐক্যবদ্ধ হয়েছি, সবার চোখে-মুখে উদ্দীপনা, আশা ও স্বপ্ন দেখতে পাচ্ছি। এই আশা যেন ভঙ্গ না হয়। আমরাশিল্পীদের পেশাগত নিরাপত্তা ও উন্নত অবস্থান চাই। ’

এফটিপি’ওর পাঁচ দফা দাবিগুলো হলো-
১. দেশের বেসরকারি চ্যানেলে বাংলায় ডাবকৃত বিদেশি সিরিয়াল/অনুষ্ঠান প্রচার বন্ধ করতে হবে।

২. টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ ক্রয় ও প্রচারের ক্ষেত্রে ক্লায়েন্ট/এজেন্সির হস্তক্ষেপ ব্যতিত চ্যানেলের অনুষ্ঠান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নিয়ন্ত্রিত হতে হবে।

৩. টেলিভিশন শিল্পের সর্বক্ষেত্রে এ.আই.টির নূন্যতম ও যৌক্তিক হার পুনঃনির্ধারণ করতে হবে।

৪. দেশের টেলিভিশন শিল্পে বিদেশি শিল্পী ও কলাকুশলীদের অবৈধভাবে কাজ করা বন্ধ করতে হবে। বিশেষ প্রয়োজনে কাজ করতে হলে সরকারের অনুমতি এবং সংশ্লিষ্ট সংগঠন সমূহে নিবন্ধিত হতে হবে।

৫. ডাউনলিংক চ্যানেলের মাধ্যমে বিদেশি চ্যানেলে দেশীয় বিজ্ঞাপন প্রচার বন্ধ করতে হবে।

আরও পড়ুন>>>
* ১৬ ডিসেম্বর থেকে ডাবিংমুক্ত টিভি চ্যানেলের জন্য আলটিমেটাম
* ভিলেন ফরহাদ যেন এ যুগের নূর হোসেন!
* টেলিভিশন শিল্পী ও কলাকুশলী সমাবেশ শুরু

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।