টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানের মান নিয়ে হতাশা প্রকাশ করেছেন অভিনেত্রী বিপাশা হায়াত। তিনি বলেছেন, ‘একটি দেশের মানুষের মনন এবং রুচি তৈরি করে, সেখানে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে টেলিভিশন মিডিয়া।
তবে ভালো নাটক যে একেবারেই হচ্ছে না তা-ও মনে করেন না বিপাশা। বুধবার (৩০ নভেম্বর) দিনব্যাপী টেলিভিশন শিল্পী ও কলাকুশলী সমাবেশের মাঝামাঝি মঞ্চে এসে তিনি আরও বলেন, ‘কিছু কিছু ক্ষেত্রে হয়তো ভালো নাটক হচ্ছে, কিছু কিছু চ্যানেল হয়তো শিল্পীদেরকে গুরুত্ব দিচ্ছে। ’
কিন্তু সেটি খুবই নগণ্য মনে করেন বিপাশা। তার মাঝে মধ্যে মনে হয় এদেশে নাট্যকার, নির্মাতা ও শিল্পীর আর কোনো প্রয়োজন নেই! তিনি বলেন, ‘এদেশে শিল্প তৈরি হবে কী করে? আমার ঘর যদি অরক্ষিত থাকে তাহলে চোর অবশ্যই এসে ঢুকবে। সুতরাং ঘরকে নিরাপদ রাখা এবং সুরক্ষা করা আমার প্রথম দায়িত্ব। ’
বিপাশার ভাষ্য, ‘চ্যানেলগুলো যদি শিল্পী এবং শিল্পমানের মূল্যায়ন না করে এবং তার যদি দেশের ও জাতির প্রতি কোনো দায়বদ্ধতা, ভালোবাসা এবং সততা না থাকে তাহলে দেশ কেনো, সে নিজেকেও বিক্রি করে দিতে পারে!’
‘শিল্পে বাঁচি, শিল্প বাঁচাই’ প্রতিপাদ্য নিয়ে টিভি সংশ্লিষ্ট কলাকুশলীদের ১৩টি সংগঠনের জোট সংগঠন ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও) আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে এ সময় মঞ্চে আরও ছিলেন অভিনেতা আজিজুল হাকিম, শহীদুজ্জামান সেলিম, তৌকীর আহমেদ, জাহিদ হাসান ও অভিনেত্রী রোজী সিদ্দিকী।
বাংলাদেশ সময়: ০৩২৫ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৬
জেএইচ