ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

মম ও সুজাত শিমুল যখন রবীন্দ্রনাথের সুরবালা ও নীল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৬
মম ও সুজাত শিমুল যখন রবীন্দ্রনাথের সুরবালা ও নীল ‘একরাত্রি’র দৃশ্যে সুজাত শিমুল ও জাকিয়া বারী মম

ঝড়ের রাতে মন্দিরের সামনে নীলের সঙ্গে শেষ দেখা হয় সুরবালার। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘একরাত্রি’র কাহিনি অনুসারে ওই দেখাই হয়ে যায় দু’জনের জীবনের স্মৃতিময় ইতিহাস। এই প্রেক্ষাপট নিয়ে তৈরি হলো নাটক ‘একরাত্রি’।

ঝড়ের রাতে মন্দিরের সামনে নীলের সঙ্গে শেষ দেখা হয় সুরবালার। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘একরাত্রি’র কাহিনি অনুসারে ওই দেখাই হয়ে যায় দু’জনের জীবনের স্মৃতিময় ইতিহাস।

এই প্রেক্ষাপট নিয়ে তৈরি হলো নাটক ‘একরাত্রি’।

গল্পে দেখা যাবে- সুরবালার সঙ্গে নীলের ভালো সম্পর্ক ছিলো। নীল চলে যায় কলকাতায়। সেখানে রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ে। বারবার বাড়িতে যেতে বললেও নীল যায়নি।

এরই মধ্যে সুরবালাকে তার পরিবার বিয়ে দেয় ধনাঢ্য আইনজীবী রামলোচন বাবুর সঙ্গে। অনেক বছর পর স্কুলের চাকরি নিয়ে নীল আসে রামলোচনের বাড়িতে। সেখানে এসে দেখা হয়ে যায় সুরবালার সঙ্গে।

momoসুরবালা চরিত্রে জাকিয়া বারী মম ও নীলের ভূমিকায় অভিনয় করেছেন সুজাত শিমুল। রামলোচন চরিত্রে দেখা যাবে মামুনুর রশীদকে। এ ছাড়াও অাছেন এসএম মহসীন, রিমি করিম প্রমুখ।

সম্প্রতি মানিকগঞ্জের বেতিলা জমিদার বাড়িতে এ নাটকের চিত্রায়ন হয়েছে। পরিচালনা করেছেন অঞ্জন আইচ। শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে ‘একরাত্রি’।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।