ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ গানের আ-কাপেলা (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ গানের আ-কাপেলা (ভিডিও) ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ গানের আ-কাপেলা

এ প্রজন্মের মডেল-অভিনয়শিল্পী শাহতাজ এবং তার বোন তনিমা এবং দুই ভাই মডেল-অভিনেতা সৌমিক ও শৌভিক প্রথমবার একসঙ্গে গাইলেন। তারা গেয়েছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গণসংগীত ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল’।

এ প্রজন্মের মডেল-অভিনয়শিল্পী শাহতাজ এবং তার বোন তনিমা এবং দুই ভাই মডেল-অভিনেতা সৌমিক ও শৌভিক প্রথমবার একসঙ্গে গাইলেন। তারা গেয়েছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গণসংগীত ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল’।

গোবিন্দ হালদারের কথা ও সমর দাসের সুরে গানটির আ-কাপেলা সংস্করণ তৈরি করেছেন সংগীত পরিচালক অদিত। এতে তার সঙ্গে দুই ভাই ও দুই বোন ছাড়াও কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ শোয়েব, প্রিতম হাসান, বামি, শামীম হাসান সরকার, হাসিব, ডোরা, নাহিদ মেহেদী, শুভ্র, নিলয়, নাদিম, নাবিল, মুনিম, হৃদি শেখ ও ইরিনা।

এ প্রসঙ্গে অদিত বলেন, ‘গানটি সকল মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান রেখে সাজানোর চেষ্টা করেছি। আমার সঙ্গে যারা কাজ করেছেন তাদেরকে ধন্যবাদ। আমরা সবাই মিলে নির্ঘুম রাত জেগে গানটি তৈরি করেছি। ’

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।