ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

চা নিয়ে নয় শিল্পীর গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
চা নিয়ে নয় শিল্পীর গান (বাঁ থেকে) পার্থ বড়ুয়া, ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার, পারভেজ, কনা, এলিটা করিম, লিংকন, সালমা ও শুভ

বাংলাদেশ টি বোর্ডের আয়োজনে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ টিএক্সপো-২০১৭’। ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আগামী ১২ থেকে ১৪ জানুয়ারি এই প্রদর্শনী হবে। 

এ উপলক্ষে তৈরি হয়েছে একটি থিম সং। এতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী পার্থ বড়ুয়া, ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার, আর্টসেল ব্যান্ডের লিংকন, কনা, এলিটা করিম, পারভেজ, ‘ডি-রকস্টার’ শুভ ও সালমা।

ইতিমধ্যেই ফেসবুকে ও ইউটিউবে গানটির প্রচারণা শুরু হয়েছে। এটি সুর করেছেন রিয়াদ হাসান। সংগীতায়োজনে পার্থ বড়ুয়া। তিনি বললেন, ‘চা নিয়ে অন্যকম একটি গান এটি। এমন অভিজ্ঞতা হয়তো অনেক শ্রোতারই হয়নি। ’

গানটি লিখেছেন অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ক্রিয়েটোর প্রধান নির্বাহী কর্মকর্তা রাশিদ খান। তিনি বললেন, ‘এমন একটি আয়োজনের সঙ্গে থাকতে পেরে ভালো লাগছে। এ প্রদর্শনীর মূল উদ্দেশ্য হলো দেশীয় চা শিল্পকে উপস্থাপনের একটি মাধ্যম গড়ে তোলা এবং দেশ-বিদেশে চা-প্রেমীদের কাছে এই শিল্পকে তুলে ধরা। ’

‘বাংলাদেশ টিএক্সপো-২০১৭’ উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এ আয়োজনে চা বিষয়ক সেমিনার ও কর্মশালার পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় দেশের জনপ্রিয় সংগীতশিল্পীরা গান গেয়ে শোনাবেন। বান্দরবান, দিনাজপুর ও পঞ্চগড়ের চা বাগানের মানুষরা তুলে ধরবেন আঞ্চলিক সংস্কৃতি। দর্শনার্থীরা অনলাইনে নাম নিবন্ধনের মাধ্যমে এসব পরিবেশনা উপভোগ করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।