ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ঢাকায় তিন দিন বাংলাদেশ-ত্রিপুরা সাংস্কৃতিক উৎসব 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
ঢাকায় তিন দিন বাংলাদেশ-ত্রিপুরা সাংস্কৃতিক উৎসব  ছবি: প্রতীকী

মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু ভারতের ত্রিপুরার জনগণের সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক মেলবন্ধন আরও দৃঢ় করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ-ত্রিপুরা সাংস্কৃতিক উৎসব ২০১৭’। 

আগামী ১৯ থেকে ২১ জানুয়ারি ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা, পরীক্ষণ থিয়েটার হল, স্টুডিও থিয়েটার হল, সেমিনার রুম, চারুকলা গ্যালারি ও নন্দনমঞ্চে এ উৎসব অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় এ নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

‘বাংলাদেশ-ত্রিপুরা সাংস্কৃতিক উৎসব ২০১৭’ উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অনুষ্ঠানে অংশ নিতে গৌতম দাসের নেতৃত্বে ত্রিপুরা সরকারের সাংস্কৃতিক মন্ত্রী ভানু লাল সাহা ও ৬০ সদস্যের একটি সাংস্কৃতিক-নাগরিক প্রতিনিধি দল ঢাকায় আসছে।  

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।