ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘উপর দিক থেকে শার্টের দ্বিতীয় বোতাম…’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
‘উপর দিক থেকে শার্টের দ্বিতীয় বোতাম…’ আসিফ আকবর (ছবি: সংগৃহীত)

‘উপর দিক থেকে শার্টের দ্বিতীয় বোতাম/খোলা রয়ে যায় ভুলে—’ এমন ব্যতিক্রমী কথার একটি গান কণ্ঠে তুলবেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর। এটি লিখেছেন জনপ্রিয় গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী। সুর করবেন তরুণ মুনসী। 

আসিফ আকবর জানালেন, শহীদ মাহমুদ জঙ্গীর লেখা গান শুনে তার বেড়ে ওঠা। পারিবারিকভাবে তিনি আসিফের দুলাভাই হন।

কিন্তু কখনো এক গানে কাজ করা হয়নি তাদের। এবার সেই খেদ ঘুচবে আসিফের।  

জঙ্গীর লেখা লিরিক পেয়ে উচ্ছ্বসিত আসিফ এ নিয়ে ফেসবুকে শুক্রবার (২৭ জানুয়ারি) একটি পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, “…আমার বড় খালার (প্রফেসর জাহানারা মুন্সী) দ্বিতীয় সন্তান বিভানুর মুন্সী হলেন জঙ্গী ভাইয়ের স্ত্রী। আবছা খেয়াল আছে, আমাদের পরিবারে প্রথম ইয়ে করে বিয়ে। এলআরবি আত্মপ্রকাশ করে ‘এক দিন ঘুম ভাঙা শহরে’ গানটি দিয়ে, চারিদিকে মাতামাতি শুরু হলো। গর্ব করে বলতাম, ‘আমার দুলাভাইয়ের লেখা গান। ”

আসিফ আরো লিখেছেন, ‘ফ্যামিলি পার্টিতে দেখা হলেই লিরিক চাইতাম, তিনি দেননি। পরে এও বললাম, গায়ক হিসেবে না দেন, অন্ততঃ শালা হিসেবে দেন। তবুও চক্করে পড়ে গেলাম। কিছুদিন আগে বিভু আপার বাসায় ভাই-বোনদের পার্টি ছিলো। হঠাৎ করেই একটা লিরিক দেখালেন, বললেন, মিঠু (আসিফের ডাকনাম) এই গানটা গাইবা নাকি!’ 

শহীদ মাহমুদ জঙ্গী ও তার স্ত্রী বিভানুর মুন্সীর সঙ্গে আসিফ আকবর (ছবি: সংগৃহীত)রেনেসাঁ, সোলস, এলআরবিসহ ব্যান্ডসহ অনেক সলো শিল্পীর জন্য লিখেছেন জঙ্গী। তার লেখা বেশ কিছু গান কাল জয় করেছে। এর মধ্যে অন্যতম হলো— ‘একদিন ঘুম ভাঙ্গা শহরে’, ‘সময় যেন কাটে না’, ‘ভালোবাসি ঐ সবুজের মেলা’, ‘হৃদয় কাঁদামাটির কোনো মূর্তি নয়’, ‘চায়ের কাপে পরিচয়’, ‘দখিনা হাওয়ায় ঐ তোমার চুলে’ প্রভৃতি। বিরতির পর আবার লিখছেন জনপ্রিয় এই গীতিকবি।    

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।