ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

এবার থ্রিলার ছবিতে ‘গ্ল্যামারাস’ নওশাবা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
এবার থ্রিলার ছবিতে ‘গ্ল্যামারাস’ নওশাবা কাজী নওশাবা আহমেদ, ছবি: রাজীন চৌধুরী-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নওশাবা টিভি নাটকের পরিচিত মুখ। আজকাল বড়পর্দার কাজেই বেশি ব্যস্ত তিনি। এবার ধ্রিলারধর্মী একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এর নাম ‘ম্যানসন ৯৯’। এতে তার বিপরীতে অভিনয় করবেন জায়েদ খান।

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ‘ম্যানসন ৯৯’-এর দৃশ্যধারণে মালয়েশিয়া যাবেন নওশাবা। সেখানে গানের দৃশ্যধারণসহ প্রথম ধাপের কাজ হবে টানা ২৫ দিন।

এটি পরিচালনা করবেন ‘তুখোড়’খ্যাত মিজানুর রহমান লাবু। এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শিমুল খানকে।  

সোমবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বাংলানিউজের সঙ্গে আলাপে নওশাবা বললেন, ‘নিজেকে বিভিন্ন ধরনের চরিত্রে দেখতে চাই। এটা একটা জাদুকরি ব্যাপার। নতুন ছবিতে নিজেকে সম্পূর্ণ বদলে ফেলছি। কারণ এটা একটা উচ্ছ্বল তরুণীর চরিত্র, সে ফ্যাশন ডিজাইনার। সত্যি বলতে, চলচ্চিত্রে এ ধরনের গ্ল্যামারাস চরিত্রে প্রথমবার কাজ করতে যাচ্ছি। ’

কাজী নওশাবা আহমেদ (ছবি: রাজীন চৌধুরী-বাংলানিউজটোয়েন্টিফোর.কম)নওশাবার মুক্তি প্রতীক্ষিত ছবির সংখ্যা কম নয়। এগুলোতে বহুমুখী চরিত্রে দেখা যাবে তাকে। এর মধ্যে দীপঙ্কর দীপনের ‘ঢাকা অ্যাটাক’-এ গর্ভবতী মা, প্রসূন রহমানের ‘ঢাকা ড্রিমস’-এ বিধবা রমণী, ফাখরুল আরেফিনের ‘ভুবন মাঝি’তে আলোকচিত্রী, খিজির হায়াত খানের ‘প্রতিরুদ্ধ’তে প্রেমিকা, রাশেদ চৌধুরীর ‘চন্দ্রাবতী’তে সোনাই, তানিম রহমান অংশুর ‘স্বপ্নবাড়ি’তে ভূত ও ওয়াহিদ তারেকের ‘আলগা নোঙর’-এ বন্দর এলাকার মেয়ে চরিত্রে পর্দায় আসবেন তিনি।

কাজী নওশাবা আহমেদ (ছবি: রাজীন চৌধুরী-বাংলানিউজটোয়েন্টিফোর.কম)এসব চরিত্র বিশ্লেষণ করলে ‘ম্যানসন ৯৯’ হতে যাচ্ছে নওশাবার প্রথম বাণিজ্যিক চলচ্চিত্র। কিন্তু এই তকমা মানতে নারাজ তিনি। তার মতে, ‘নাচ-গান-ক্লাইমেক্সে ভরপুর ছবিটি দর্শককে বিনোদন দেওয়ার সব উপাদান নিয়ে তৈরি হচ্ছে। আমিও নতুনভাবে পর্দায় আসছেন। মুক্তির পরই বোঝা যাবে এটি কতোটা বাণিজ্যিক। ’

এর আগে নওশাবা অভিনীত মাত্র তিনটি ছবি মুক্তি পেয়েছে। এগুলো হলো— অমিত আশরাফের ‘উধাও’, রুবাইয়াত হোসেনের ‘আন্ডার কনস্ট্রাকশন’ এবং শিহাব শাহীনের ‘ছুঁয়ে দিলে মন’। সবটাতেই তার অভিনয় প্রশংসিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।