ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

শাহরুখ খানের বিরুদ্ধে চা বিক্রেতার মামলা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
শাহরুখ খানের বিরুদ্ধে চা বিক্রেতার মামলা শাহরুখ খান (ছবি: সংগৃহীত)

কিছুদিন আগে ‘রইস’-এর প্রচারণার জন্য ট্রেনে চড়েছিলেন শাহরুখ খান। বরোদা স্টেশনে দেখতে আসা ভক্তদের মধ্যে একজনের মৃত্যু হয়। এ নিয়ে কম ঝামেলা পোহাতে হয়নি নায়ককে। এবার কিং খানের বিরুদ্ধে মামলা করেছেন আরেক স্টেশনের এক চা বিক্রেতা।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) রেলওয়ে কোর্টের আদেশে বলিউডের এই সুপারস্টারের বিরুদ্ধে কোটা স্টেশন থানায় মামলাটি দায়ের করা হয়। মামলাটি করেছেন বিক্রম সিং নামে এক চা বিক্রেতা।


 
অভিযোগ করে বিক্রম সিং জানান, ২৩ জানুয়ারি ‘রইস’ ছবির প্রচারণা জন্য যখন শাহরুখ কোটা স্টেশনে পৌঁছালে ভক্তদের ভিড় জমে যায়। এ সময় অভিযোগকারীর চা দোকান থেকে টাকা-পয়সা ছিনিয়ে নেয় জনতাদের অনেকে।

মামলা দায়েরকারী বলেন, ‘শাহরুখ ট্রেন থেকে নামেননি। দরজার সামনে দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশে হাত নাড়িয়েছেন এবং উপহার ছুঁড়ে দিয়েছেন। এতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এমনকি উত্তেজিত জনতা  আমার দোকান থেকে টাকা-পয়সাও ছিনিয়ে নিয়েছে। তখন কাউকে সামলানোর মতো পরিস্থিতি ছিলো না। ’

এ বিষয়ে তদন্তের জন্য কোটা জিআরপিকে নির্দেশ দেওয়া হয়েছে। চা বিক্রেতার অভিযোগের ভিত্তিতে ৫১ বছর বয়সী এই অভিনেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

‘রইস’-এর প্রচারণার সময় শাহরুখের ট্রেন যাত্রা নিয়ে আগেই বিতর্ক শুরু হয়েছিলো। কারণ বরোদা স্টেশনে শাহরুখকে দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।