ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘ডুব’-এর ওপর নিষেধাজ্ঞা স্থায়ী নয়’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
‘ডুব’-এর ওপর নিষেধাজ্ঞা স্থায়ী নয়’ মোস্তফা সরয়ার ফারুকী ও ‘ডুব’ ছবির দৃশ্য

‘ডুব’ ছবির ওপর আরোপিত নিষেধাজ্ঞা স্থায়ী নয় বলে ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে জানিয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। 

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে তিনি এ সংক্রান্ত একটি পোস্ট দেন।

পোস্টে ফারুকী লেখেন, ‘ভাই ও বোনেরা, আমাদের ছবির ওপর কোনো স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করা হয় নাই।

ফলে ঘাবড়াইবেন না। আমরা সাময়িক ভাবে আটকা পড়েছি এনওসি সাসপেন্ড করার জন্য। আমরা বিশ্বাস করি অচিরেই এই অন্যায্য সাসপেনশন প্রত্যাহার করা হবে। আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ। ’

‘Friends, thank you for all the support ! It matters a lot! Just to assure you, our film has not been permanently banned! It is indefinitely blocked due to the suspension of NOC! However, we believe this suspension will be lifted and we shall overcome!’

এর আগে এফডিসি ছবিটিকে নিষিদ্ধ বা সার্টিফিকেট বাতিল ঘোষণা করে। যার অর্থ হলো- ছবিটি সেন্সরবোর্ডের দরজায় পৌঁছানোর আগেই মুখ থুবড়ে পড়া।  

আরও জানতে পড়ুন.. **ইরফান-ফারুকীর ‘ডুব’ নিষিদ্ধ!

ছবিটি নিয়ে আন্তর্জাতিক ম্যাগাজিন ভ্যারাইটি জানিয়েছে, ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন (এফডিসি) 'ডুব' নিষিদ্ধ করেছে। পত্রিকাটির ভাষায় 'সার্টিফিকেট' বাতিল করেছে।  

এ ব্যাপারে এফডিসির এমডি পত্রিকাকে জানিয়েছেন, সার্টিফিকেট বাতিলের বা ইস্যু করার এখতিয়ার সেন্সর বোর্ডের, এফডিসির নয়। ভ্যারাইটি দাবি করেছে, তাদের কাছে এফডিসি কর্তৃক প্রডাকশন হাউজকে দেওয়া ছবি বাতিলের কাগজপত্র রয়েছে। ভ্যারাইটি জানায়, প্রিভিউ কমিটি ১২ ফেব্রুয়ারি 'ডুব' দেখে। ১৫ ফেব্রুয়ারি অনাপত্তিপত্র প্রদান করে। ১৬ ফেব্রুয়ারি এফডিসি চিঠি পাঠায় প্রডাকশনকে।  

বাংলাদেশ সময়: ০৮৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
জেডএস/এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।