ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বঙ্গবন্ধুর জীবনী নিয়ে যৌথ প্রযোজনার ছবি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২২ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৭
বঙ্গবন্ধুর জীবনী নিয়ে যৌথ প্রযোজনার ছবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (ছবি: সংগৃহীত)

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে পূর্ণাঙ্গ চলচ্চিত্র তৈরি করা হবে— সিনেপ্রেমী দর্শক এমনটাই প্রত্যাশা করেন। কিন্তু নানা কারণে এই কিংবদন্তিকে তুলে ধরা হয়নি সেলুলয়েডে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিকে নিয়ে চলচ্চিত্র তৈরির কথা অনেকবারই সামনে এসেছে। এবার এলো আরও একটি।

এবার ঘোষণা এলো ভারত থেকে। বঙ্গবন্ধুর জীবনী নিয়ে তৈরি হবে যৌথ প্রযোজনার ছবিটি।

মুক্তির সালও বলা হলো, ২০২০।

শনিবার (৮ এপ্রিল) দুপুরে ভারতের রাজধানী নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে একান্ত বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে দুই দেশের শীর্ষ বৈঠকে নেতৃত্ব দেন দুই নেতা।

বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে আসেন দুই প্রধানমন্ত্রী। এ সময় নরেন্দ্র মোদি বঙ্গবন্ধুর নামে রাজধানীর একটি সড়কের নামকরণের কথা বলেন। জাতির পিতার ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, ‘আমরা বঙ্গবন্ধুর জীবন ও কাজ নিয়ে একটি চলচ্চিত্র যৌথভাবে প্রযোজনায় রাজি হয়েছি। আশা করছি, ২০২০ সালে সেটি মুক্তি পাবে। ’

এ সময় নরেন্দ্র মোদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’র হিন্দি সংস্করণের মোড়ক উন্মোচন করা হয়। তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ২০২১ সালে আমরা যৌথভাবে মুক্তিযুদ্ধ নিয়ে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করবো। ’  

এ বৈঠক শেষে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, ঋণ, তথ্য-প্রযুক্তি, বিদ্যুৎ-জ্বালানিসহ বিভিন্ন বিষয়ে ২২টি চুক্তি ও ৪টি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।