ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অস্ট্রেলিয়ায় সোলসের অন্যরকম বৈশাখ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
অস্ট্রেলিয়ায় সোলসের অন্যরকম বৈশাখ অস্ট্রেলিয়ার মঞ্চে গাইছে সোলস

অস্ট্রেলিয়ায় একাধিকবার সংগীত পরিবেশন করেছেন জনপ্রিয় গায়ক পার্থ বড়ুয়া। তবে ব্যান্ড সোলস নিয়ে এবারই প্রথম গেলেন সেখানে। গানে গানে ভিনদেশেই কাটলো সোলসের এই বৈশাখ।

রোববার (১৬ এপ্রিল) অস্ট্রেলিয়ার নিকোলসের লিউমেহ লজে একটি কনসার্টে গান পরিবেশন করে সোলস। ‘ওল্ড রাজশাহী ক্যাডেটস অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া’র আয়োজনে এটি একটি পুনর্মিলনী অনুষ্ঠান।

১৪-১৬ এপ্রিল ৩ দিনের এই আয়োজনের শেষ দিন অংশ নেয় সোলস। কনসার্টে সোলস তাদের জনপ্রিয় ২০টি গান পরিবেশন করে। ২২ এপ্রিল দেশে ফিরবে সোলস।  

সোলসের অস্ট্রেলিয়া ভ্রমণ প্রসঙ্গে পার্থ বড়ুয়া বললেন, দেশের বাইরে গিয়ে বাংলা গান শোনানোর অনেক ভালোলাগার অনুভূতি কাজ করে। এর আগে আমি একা অস্ট্রেলিয়ায় গান করেছি। তবে এবার পুরো দল দিয়ে দর্শকদের গান শোনাতে পেরে অনেক আনন্দিত। বৈশাখের আনন্দ প্রবাসী দর্শকদের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছি। ’

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।