ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

লাকীর মৃত্যুতে ফেসবুক যেন শোকবই

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
লাকীর মৃত্যুতে ফেসবুক যেন শোকবই লাকী আখন্দ (ছবি: সংগৃহীত)

কিংবদন্তি শিল্পী ও মুক্তিযোদ্ধা লাকী আখন্দের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাধারণ মানুষও এর বাইরে নন। বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ প্রিয় শিল্পীর জন্য শোক প্রকাশ করছেন।  
 

সংগীতাঙ্গনের প্রিয়মুখের জন্য কাঁদছে শিল্পী মন। প্রজন্ম থেকে প্রজন্মের কাছে পৌঁছে গিয়েছে লাকীর গান।

তাইতো তার মৃত্যুতে শোকাহত সব বয়সী গানপাগল মানুষ। লাকীর শোকবার্তায় ফেসবুক যেন শোকবইয়ে পরিনত হয়েছে।

জনপ্রিয় গায়িকা ফাহমিদা নবী ফেসবুকে লিখেছেন, ‘লাকী চাচা সত্যি আর নাই’, অভিনেত্রী জয়া আহসানের স্ট্যাটাস ‘বিদায় লাকী আখন্দ, শান্তিতে ঘুমান’, গীতিকবি আসিফ ইকবাল লিখেছেন ‘লাকী ভাই ইজ নো মোর, ইন্নালিল্লাহ…রাজিউন’, ফুয়াদ আল মুক্তাদির লিখেছেন, ‘আজ সন্ধ্যায় পৃথিবীর মায়া ছেড়ে দিলেন লাকী আখন্দ’। এ ছাড়া কুমার বিশ্বজিৎ, অমিতাভ রেজা চৌধুরী, সুমন কল্যাণ, জয় শাহরিয়ার, কিশোর দাস, নিরব, পারভেজ সাজ্জাদ, জুলফিকার রাসেল প্রমুখ শোক প্রকাশ করেছেন প্রিয় শিল্পীর জন্য।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
এসও

‘তার কাছে কতো কিছু যে শিখেছি’
লাকী আখন্দের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
‘আমায় ডেকো না ফেরানো যাবে না’র লাকী আখন্দ না ফেরার দেশে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।