ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

জাতীয় পুরস্কার প্রশ্নে মুখ খুললেন অক্ষয়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৬ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
জাতীয় পুরস্কার প্রশ্নে মুখ খুললেন অক্ষয় অক্ষয় কুমার (ছবি: সংগৃহীত)

‘রুস্তম’-এর জন্য সেরা অভিনেতা হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন অক্ষয় কুমার। ২৫ বছরের অভিনয়ের জাতীয় স্বীকৃতি এটি। তবে অনেকেই মনে করছেন অক্ষয় নয়, ‘দঙ্গল’-এ অসাধারণ অভিনয়ের জন্য পুরস্কারটি আমির খানের প্রাপ্য ছিলো। আর এ নিয়ে শুরু হয়েছে তর্ক-বিতর্ক।

সোমবার (২৪ এপ্রিল) একটি সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন ‘খিলাড়ি’খ্যাত এই তারকা। যেখানে তাকে এসব বিতর্ক নিয়ে নানা ধরনের প্রশ্ন করা হয়।

সেখানে ৪৯ বছর বয়সী এই অভিনেতা বলেন, ‘আমি ২৫ বছর ধরে এমনটি দেখে আসছি। যখনই কোনো অভিনেতা জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতেন তখনই তাকে নিয়ে শুরু হয় কানাঘুষো। তাই আমার মনে হয় এটি নতুন কিছু নয়। ’

তিনি আরও বলেন, ‘আমি যদি না পাই তাহলে অন্য কেউ তো পাবে? ঠিক আছে। আমি তাহলে ২৫তম বছরেরটা নিচ্ছি না, পরের বছরেরটা নেবো, যদি তখন আপনারা তেমনটি মনে করেন। ’
 
বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।