ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বিনোদ খান্নার জন্য তারকাদের শোকগাঁথা

বৃষ্টি শেখ, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
বিনোদ খান্নার জন্য তারকাদের শোকগাঁথা বিনোদ খান্না (ছবি: সংগৃহীত)

বিনোদ খান্নার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউড ইন্ডাস্ট্রিতে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) মুম্বাইয়ের স্যার এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এই অভিনেতা।

৩১ মার্চ পানি স্বল্পতাজনিত সমস্যার (ডিহাইড্রেশন) কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিলো ৭০ বছর বয়সী এই অভিনেতাকে। চিকিৎসাধীন অবস্থায় তার ক্যানসারে আক্রান্ত হওয়ার গুঞ্জন ছড়ায়।

জনপ্রিয় এই অভিনেতার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শোক প্রকাশ করেছেন বলিউড তারকারা।

ঋষি কাপুর
বিনোদের ‘অমর আকবর অ্যান্থনি’ ছবির সহশিল্পী ঋষি কাপুর লিখেছেন, ‘তোমার সঙ্গে কাটানো ভালো মুহূর্তগুলোর কথা মনে করছি বিনোদ। আমার বন্ধু হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। ’

অক্ষয় কুমার
‘খিলাড়ি’খ্যাত তারকা অক্ষয় কুমার টুইটারে বলেছেন, ‘স্যার বিনোদ খান্না আপনাকে হারানো সত্যিই দুঃখজনক। পরিবারের সকলের প্রতি সমবেদনা রইলো। ’

অনুপম খের
বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের লিখেছেন, ‘তার অভিনয়ের মাধ্যমে আমরা তাকে স্মরণ করবো। খুব কম সংখ্যাক মানুষই তার মতো হয়ে থাকেন। আমরা আপনাকে মিস করবো স্যার। ’

শক্রঘ্ন সিনহা
অভিনেতা শক্রঘ্ন সিনহা লিখেছেন, ‘আমার দোয়া ও সমবেদনা রইলো বিনোদের পরিবারের জন্য। আজ সকলের জন্য একটি খারাপ দিন। যেখানেই থাকো শান্তিতে থাকুন বিনোদ। ’

বিবেক ওবেরয়
এই অভিনেতা তার টুইটারে লিখেছেন, ‘কিংবদন্তিরা সবসময় হৃদয়ে বেঁচে থাকেন। ’
 
করণ জোহর
দাপুটে এই প্রযোজক লিখেছেন, ‘পর্দায় তার উপস্থিতি সবসময় অসাধারণ। তিনি একজন সুপারস্টার। আপনি সবসময় আমাদের প্রার্থনায় বেঁচে থাকবেন স্যার। ’

সুজয় ঘোষ
এই নির্মাতা লিখেছেন, “আমার বাবা আমাকে বিনোদ স্যারের অভিনীত ‘পাথর ও পায়েল’ ছবিটি দেখিয়েছিলেন। আর তাতে বিনোদকে খলচরিত্রে দেখার পর আমি তার ভক্ত হয়ে যাই। ধন্যবাদ বিনোদ খান্না অসাধারণ এই ছবিটির জন্য। ’

বরুণ ধাওয়ান
অভিনেতা বরুণ লিখেছেন, ‘রূপালি পর্দায় সর্বকালের সেরা অভিনেতা হিসেবে বেঁচে থাকবেন বিনোদ খান্না। আজ আরও এক কিংবদন্তিকে হারিয়ে ফেলেছে বলিউড ইন্ডাস্ট্রি। ’

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।