ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

শিল্পী সমিতির নির্বাচন:

সভাপতি মিশা, সম্পাদক জায়েদ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৪ ঘণ্টা, মে ৬, ২০১৭
সভাপতি মিশা, সম্পাদক জায়েদ মিশা সওদাগর ও জায়েদ খান

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান হলো। নিজেদের যোগ্য ও নতুন নেতৃত্ব খুঁজে পেলেন চলচ্চিত্র শিল্পীরা। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফলে সভাপতি হিসেবে বিজয়ী হয়েছেন শক্তিশালী খল অভিনেতা মিশা সওদাগর। সাধারণ সম্পাদক হয়েছেন একই প্যানেলের নায়ক জায়েদ খান।

শুক্রবার (৫ মে) দিনভর এফডিসিতে অনুষ্ঠিত ভোটের পর এ ফল পেতে ঘটনাবহুল ও উত্তেজনাপূর্ণ রাত পেরিয়ে সকাল পর্যন্ত অপেক্ষা করতে হয়।

নির্বাচনে মিশা পেয়েছেন ২৫৯ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওমর সানী পেয়েছেন ১৫৩ ভোট। এদিকে সম্পাদক হিসেবে জায়েদ খানের প্রাপ্ত ভোট ২৭৯, অমিত পেয়েছেন ১৪৫ ভোট।

সহসভাপতি দুটি পদে জিতেছেন নায়ক রিয়াজ (৩২৮) ও নাদির খান (২৬৫), সহ সাধারণ সম্পাদক হয়েছেন আরমান (২৬৫), সাংগঠনিক সম্পাদক সুব্রত (৩১০), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে নায়ক ইমন (২৬৫), ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক জাকির হোসেন, কোষাধ্যক্ষ কমল, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর।
বিজয়ের পরে মিশা সওদাগর, জায়েদ খানসহ অন্যান্যরা
এ ছাড়া কার্যকরী সদস্য ১১টি পদে জয়ী হয়েছেন অঞ্জনা সুলতানা, আলীরাজ, জেসমিন, নাসরিন, পপি, ফেরদৌস, পূর্ণিমা, মৌসুমী, রোজিনা, সুশান্ত ও সাইমন সাদিক।

শুক্রবার (৫ মে) দিনভর সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট অনুষ্ঠিত হলেও এফডিসিতে মধ্যরাতে দেখা দেয়া বিশৃঙ্খলা। ফল প্রভাবিত করার আশঙ্কায় ভোটকেন্দ্র এলাকা থেকে নায়ক শাকিব খানকে বিতাড়িত করে প্রতিপক্ষ। এ নিয়ে অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হন তিনি। অবশেষে ফল প্রকাশের পর বোঝা গেলো, কিং খানের পছন্দের ওমর সানী-অমিত হাসান প্যানেলের প্রার্থীদের বেশির ভাগই পরাজিত হয়েছেন।

তথ্য: সবুজ পারভেজ

বাংলাদেশ সময়: ০৯০৪ ঘণ্টা, মে ০৬, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।