ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

এবার বন্দর নগরী মাতাবে বাচ্চুর গিটার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৬ ঘণ্টা, মে ১৫, ২০১৭
এবার বন্দর নগরী মাতাবে বাচ্চুর গিটার আইয়ুব বাচ্চু, ছবি: বাংলানিউজ

কিছুদিন ঢাকায় ‘সাউন্ড অব সাইলেন্স’-এ গিটার জাদুতে মাত করেছিলেন আইয়ুব বাচ্চু। এবার তিনি যাচ্ছেন নিজের শহর বন্দর নগরী চট্টগ্রামে। 

জনপ্রিয় ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু সারা দেশে নিজের গিটার শোনানোর মিশনে নেমেছেন। এরই অংশ হিসেবে দ্বিতীয় আসরটি হতে যাচ্ছে চট্টগ্রামে।

২০ মে বিকেল ৫টায় ‘নাও অ্যান্ড দেন’ শিরোনামের এ অনুষ্ঠানটি হবে র্যাডিসন হোটেলে। আইয়ুব বাচ্চুর একক গিটার শোয়ের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা।

রবি-এয়ারটেল ইয়ন্ডার মিউজিক নিবেদিত কনসার্টটির আয়োজন করছে এবি কিচেন, ডিজে প্রো ও উইজার্ড শোবিজ। আগের মতো কনসার্ট পার্টনার থাকছে বাংলা ঢোল।  

এদিকে চট্টগ্রামের তরুণ প্রতিভাবান শিল্পীদের জন্য থাকছে বাচ্চুর সঙ্গে একই মঞ্চে পারফরম্যান্সের সুযোগ। ১৪ মে চ্যানেল আই ভবনে এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বাচ্চু বলেন, ‘শুধুমাত্র গিটার শুনিয়ে মুগ্ধ করা, এ আমার এক অদ্ভুত স্বপ্ন। ঢাকার আয়োজনে দর্শকদের আগ্রহ আমাকে সারাদেশে ছড়িয়ে পড়ার উৎসাহ দেয়। তাই প্রথমেই আমি আমার নাড়ি পোতা শহর চট্টগ্রামে যাচ্ছি। ওই শহরে আমার মা ঘুমিয়ে আছেন। ’

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, মে ১৫, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।