ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

জাহিনের জন্য হাবিবের শোক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
জাহিনের জন্য হাবিবের শোক হাবিব ওয়াহিদ ও জাহিন আহমেদ, ছবি: সংগৃহীত

গিটারিস্ট হিসেবে পরিচিতি বাড়ছিলো জাহিন আহমেদের। নিজের ব্যান্ড ছাড়াও মঞ্চ কাঁপাতেন অন্য শিল্পীদের সঙ্গে। স্বপ্ন ছিলো নিজের ব্যান্ড মেকানিক্সকে নিয়ে বহুদূর যাওয়ার। সংগীতের আইডল হিসেবে পেয়েছিলেন বিশিষ্ট কিবোর্ডিস্ট বাবা মানাম আহমেদকে। কিন্তু কোথা থেকে কি হয়ে গেলো, জাহিন নিজের জীবন নিঃশেষ করে দিলেন! 

মাত্র ২৬ বছর বয়সে ২২ জুলাই আত্মহননের পথ বেছে নিয়েছেন জাহিন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংগীতাঙ্গনে।

অন্য অনেকের মতো জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের সঙ্গে জাহিনের ছিলো কাজের যোগাযোগ, সখ্যতা। একই মঞ্চে গান করেছেন তারা। এমন সম্ভাবনাময় ও প্রতিভাবান গিটারবাদকের স্বেচ্ছামৃত্যুতে হতবাক হাবিব। নিজের ফেসবুক পেজ-এর কভার ফটো হিসেবে জাহিনের ছবি রেখেছেন তিনি, ছবিতে লেখা রয়েছে শোকগাঁথা।

সচরাচর নিজের ছবিই কভার ফটো হিসেবে ব্যবহার করেন হাবিব। এবার ঘটলো ব্যতিক্রম। সেখানে ঠাঁই পেলেন জাহিন আহমেদ। ছবির ইংরেজি লেখায় প্রয়াত জাহিনকে ধন্যবাদ জানিয়েছেন আলোচিত এই গায়ক। মঞ্চে জাহিনের সঙ্গ বেশ ‘আলোকিত’ ছিলো বলে মন্তব্য করেছেন হাবিব।  

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।