ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা পূর্ণিমা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, আগস্ট ১, ২০১৭
বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা পূর্ণিমা পূর্ণিমা-ছবি: রাজীন চৌধুরী-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী পূর্ণিমা ইদানিং ছোট পর্দায় টুকটাক কাজ করছেন। চলচ্চিত্র কিংবা টিভিতে মাঝে মধ্যে শিক্ষিকা হিসেবে দর্শক তাকে দেখেছে। এবার বাস্তবেই শিক্ষাদানের কাজ করবেন তিনি।

গ্রিন ইউনিভার্সিটির মিডিয়া বিভাগের অধীনে ‘সার্টিফিকেট ইন অ্যাক্টিং' বিষয়ে শর্ট কোর্সের শিক্ষিকা হিসেবে থাকবেন পূর্ণিমা। মঙ্গলবার (১ আগস্ট) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়টির গ্রিন অডিটরিয়ামে সমঝোতা চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানের সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন ‘মনের মাঝে তুমি’র এই তারকা।

এ প্রসঙ্গে পূর্ণিমা বলেন, “আমার প্রথম চলচ্চিত্র জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’-এর শুটিং চলাকালীন পড়তাম নবম শ্রেণিতে। তখন অভিনয়ের কিছুই জানতাম না। এ কারণে আমাকে অনেক কষ্ট ও পরিশ্রম করতে হয়েছে। তখন এরকম শর্ট কোর্সের কোনও ব্যবস্থা ছিলো না। থাকলে অভিনয়ে আরও ভালো করতে পারতাম। ’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অভিনেতা ও নির্মাতা গাজী রাকায়েত, অভিনেত্রী মনিরা মিঠু, চলচ্চিত্র পরিচালক জাকির হোসেন রাজু, নাট্যকার আনন জামান এবং গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য ও রেজিস্ট্রার।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৭
আরসি/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।