ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

পরমব্রতর বিরুদ্ধে বনানী থানায় জিডি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, আগস্ট ২, ২০১৭
পরমব্রতর বিরুদ্ধে বনানী থানায় জিডি পরমব্রত চট্টোপাধ্যায়- ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভারতের জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় নিয়ম ভেঙে বাংলাদেশে কাজ করছেন বলে অভিযোগ তুলেছেন নির্মাতা-অভিনেতা গাজী রাকায়েত। টিভিকেন্দ্রিক ১৩টি সংগঠনের জোট ‘এফটিপিও’র এই সদস্য সচিব এ কারণে বনানী থানায় জিডি (সাধারণ ডায়েরি) করেছেন।

একটি সূত্র জানিয়েছে, বুধবার (২ আগস্ট) দুপুরে করা জিডিতে ডিক্টেরস গিল্ডের সভাপতি গাজী রাকায়েত দেশের একটি দৈনিকে প্রকাশিত পরমব্রতর একটি নাটকের সংবাদকে রেফারেন্স হিসেবে তুলে ধরেন।

গাজী রাকায়েত উল্লেখ করেছেন, ‘ভারতীয় অভিনেতা পরমব্রত সরকারি অনুমোদন এবং দেশের বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনা ছাড়াই বাংলাদেশের টিভি নাটকে নিয়মিতভাবে কাজ করে যাচ্ছেন।

এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ’

বিষয়টি নিশ্চিত করে বনানী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মতিন জানান, পর্যটক ভিসায় ঘুরতে এসে এবং কারও অনুমতি না নিয়ে বিভিন্ন নাটক, সিনেমায় অভিনয় করছেন পরমব্রত। এই মর্মে সকালে একটি জিডি করেছেন গাজী রাকায়েত।

জানা গেছে, শাহরিয়ার শাকিলের প্রযোজনায় ঢাকায় তৈরি হচ্ছে সত্যজিৎ রায়ের ‘ফেলুদা’ সিরিজের গল্প থেকে নাটক। এতে ফেলুদা চরিত্রে দেখা যাবে পরমব্রতকে। গত কয়েকদিন ধরে এর দৃশ্যধারণ চলছে। গাজী রাকায়েত মূলত এ নাটকের প্রসঙ্গ টেনে এনেই জিডি করেছেন।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।