ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ভাবনার জন্য ‘ভয়ংকর সুন্দর’ শুভেচ্ছা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৭
ভাবনার জন্য ‘ভয়ংকর সুন্দর’ শুভেচ্ছা! ‘ভয়ংকর সুন্দর’ ছবির দৃশ্য

অভিনেত্রী আশনা হাবিব ভাবনার জন্মদিন ৩ আগস্ট। শুক্রবার (৪ আগস্ট) বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার। তাই তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে সবাই ‘ভয়ংকর সুন্দর’ শব্দ দুটি যুক্ত করছেন। প্রথম ছবি আর জন্মদিন মিলিয়ে ‘ভয়ংকর’ শুভেচ্ছা পাচ্ছেন তিনি।  

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সের একটি প্রেক্ষাগৃহে আমন্ত্রিত দর্শকের জন্য রয়েছে ‘ভয়ংকর সুন্দর’-এর উদ্বোধনী প্রদর্শনী। মতি নন্দীর গল্প ‘জলের ঘূর্ণি ও বকবক শব্দ’ অবলম্বনে তৈরি হয়েছে এর কাহিনি।

এতে নয়নতারা চরিত্রে অভিনয় করেছেন ভাবনা। তার বিপরীতে আছেন ভারতীয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।

‘ভয়ংকর সুন্দর’ ছবির দৃশ্যছবিটিতে আরও অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, খায়রুল আলম সবুজ, ফারুক আহমেদ, লুৎফর রহমান জর্জ, ফারহানা মিঠু, শিল্পী সরকার অপু, এ্যালেন শুভ্র প্রমুখ। ছবিটির সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা।

শুক্রবার ঢাকাসহ সারাদেশের ২৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি। ঢাকায় স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, মধুমিতা, বলাকা, আনন্দ, শ্যামলী, পুনম, গ্যারিসন, নিউ গুলশানে চলবে ছবিটি।  

‘ভয়ংকর সুন্দর’ ছবির দৃশ্যঅন্যান্য জেলার মধ্যে সাভারের সেনা অডিটরিয়াম, চট্টগ্রামের আলমাস, সিলেটের নন্দিতা ও বিজিবি, খুলনার শঙ্খ ও চিত্রালী, নীলফামারীর জনতা, টঙ্গীর চম্পাকলি, জয়দেবপুরের চান্দনা, বগুড়ার সোনিয়া, ময়মনসিংহের ছায়াবাণী, ফরিদপুরের বনলতা, শেরপুরের কাকলী, কিশোরগঞ্জের মানসী, টাঙ্গাইলের কেয়া, বরিশালের অভিরুচি, রংপুরের শাপলা, ভৈরবের মধুমতি, দিনাজপুরের মডার্ন প্রেক্ষাগৃহে দেখা যাবে ছবিটি।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।