ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

জহির রায়হান চলচ্চিত্র উৎসব 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৫ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৭
জহির রায়হান চলচ্চিত্র উৎসব  জহির রায়হান

চলচ্চিত্র ও সাহিত্য অঙ্গনে কিংবদন্তি জহির রায়হানের অবদান অনস্বীকার্য। কলম ও ক্যামেরায় তিনি বলেছেন দেশ ও মানুষের কথা। তার স্মরণে ‘প্রতিরোধে প্রস্তুত ক্যামেরা’ স্লোগান নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে দু’দিনের ‘জহির রায়হান চলচ্চিত্র উৎসব’।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, আবৃত্তি ও নৃত্যকলা মিলনায়তনে ১৮ ও ১৯ আগস্ট অনুষ্ঠিত হবে যাচ্ছে ‘জহির রায়হান চলচ্চিত্র উৎসব’।  উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ঢাকা মহানগর সংসদ।

আয়োজকরা জানান, উৎসবে ভিন্ন ভিন্ন দৈর্ঘ্য ও ফর্মেটের ৭টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

১৮ আগস্ট সকাল ১০টায় উৎসবের উদ্বোধন হবে। দুপুর সাড়ে ১২টায় প্রদর্শিত হবে জহির রায়হান নির্মিত তথ্যচিত্র ‘দ্য স্টেট ইজ বর্ন’, দুপুর আড়াইটায় রয়েছে তৌকীর আহমেদের ছবি ‘অজ্ঞাতনামা’, বিকেল ৫টায় থাকছে কামার আহমাদ সাইমনের তথ্যচিত্র ‘একটি সূতার জবানবন্দি’ ও সন্ধ্যা ৭টায় দেখানো হবে তানভীর মোকাম্মেলের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জীবন ঢুলি’।

পরদিন ১৯ আগস্ট সকাল ১০টায় প্রদর্শিত হবে স্বল্পদৈর্ঘ্য ছবি ‘পুনরাবৃত্তি’, সাড়ে ১০টায় থাকছে স্বল্পদৈর্ঘ্য ছবি ‘উপসংহার’ এবং ১১টায় প্রদর্শিত হবে জাহিদুর রহিম অঞ্জন পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মেঘমল্লার’।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।