ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

রাজ্জাকের মৃত্যুতে বিএমআই কল্যাণ ট্রাস্টের শোক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৭
রাজ্জাকের মৃত্যুতে বিএমআই কল্যাণ ট্রাস্টের শোক রাজ্জাকের মৃত্যুতে বিএমআই কল্যাণ ট্রাস্টের শোক

ঢাকা: নায়করাজ রাজ্জাকের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ মিডিয়া ইনস্টিটিউট সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আবু হানিফ খান ও মহাসচিব নুরুজ্জামান প্রধান।

নেতারা শোক বার্তায় বলেন, জাতি আজ বাংলা চলচ্চিত্র জগতের এক কিংবদন্তিকে হারালো। যা বাংলা চলচ্চিত্র জগতে এক অপূরণীয় ক্ষতি।

তিনি ছিলেন বাংলা চলচ্চিত্র ও তারকা জগতে এক উজ্জ্বল নক্ষত্র।  

সোমবার (২১ আগস্ট) বিকেল ৬টা ১৩ মিনিটে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

শোকবার্তায় তার আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান বিএমআই কল্যাণ ট্রাস্টের নেতারা।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৭
আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।