ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

দুই ‘কবীর’-এর ‘মিস ম্যাচ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৮ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৭
দুই ‘কবীর’-এর ‘মিস ম্যাচ’ ‘মিস ম্যাচ’ নাটকের দৃশ্যে জন কবীর ও সাফা কবীর

জন কবীর ও সাফা কবীর— নামের শেষে মিল থাকলেও ব্যক্তিজীবনে তাদের মধ্যে কোনও সম্পর্ক নেই। তারা কেবলই অভিনয় জগতের মানুষ। এই দুই ‘কবীর’কে নিয়ে এবার তৈরি হলো নাটক ‘মিস ম্যাচ’। 

দুই পরিবারের সম্মতিতে আবির ও ফাইজার বিয়ে হয়। অসম বিয়ে।

অর্থাৎ আবির আর ফাইজার বয়সের ব্যবধান বেশ। সংসারে প্রথম থেকেই খুঁটিনাটি বিষয় নিয়ে শুরু হয় ছোটখাটো দ্বন্দ্ব। জটিলতা সৃষ্টির মূল মানুষটি আবিরের ছোট বোন রিমি। কথায় কথায় সে ফাইজার ভুল ধরে আর তার মাকে সেগুলো জানায়।

এদিকে আবির-ফাইজা দু’জনেই চেষ্টা করতে থাকে তাদের মধ্যে বয়সের জটিলতা কমাতে। ফাইজাও শ্বশুরবাড়ির পরিবারের সাথে মানিয়ে নিতে চায়। এর মধ্যে হঠাৎ বাসার সামনে হাজির হয় ফাইজার প্রেমিক দাবী করা এক তরুণ। শুরু হয় নতুন সংকট।  এমন গল্প নিয়েই সাফা কবীর ও জন কবীরের নাটক ‘মিস ম্যাচ’।

ইমরাউল রাফাতের রচনা ও পরিচালনায় ‘লাক্স ভালোবাসার সৌরভের গল্প’ সিরিজে থাকছে এই নাটকটি। ‘মিসম্যাচ’ আরটিভির পর্দায় দেখানো হবে ঈদের সপ্তম দিন রাত ১০টায়।  

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।