ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আবদুল জব্বারের শারীরিক অবস্থার অবনতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৭
আবদুল জব্বারের শারীরিক অবস্থার অবনতি আবদুল জব্বার, ছবি: সংগৃহীত

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা, একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত শিল্পী আবদুল জব্বারের শারীরিক অবস্থা এখন আশঙ্কাজনক। রক্তচাপ স্বাভাবিকের তুলনায় কমে যাওয়ায় ডায়ালিসিস করা সম্ভব হচ্ছে না। তাকে রাখা হয়েছে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ)। শনিবার (২৬ আগস্ট) দুপুরের পরপর আবদুল জব্বারের শারীরিক অবস্থার অবনতি হয়। 

বাংলানিউজের সঙ্গে আলাপে আবদুল জব্বারের ছেলে বাবু জব্বার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘বাবা ভালো নেই। তার জন্য সবাই দোয়া করবেন।

আবদুল জব্বার দীর্ঘদিন ধরে কিডনি জটিলতাসহ বিভিন্ন বার্ধক্যজনিক রোগে ভুগছেন। পরিবারের দাবি ছিলো, তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার। আর্থিক সংকটের কারণে সেটিও সম্ভব হয়নি। তিন মাস ধরে এই হাসপাতালে চিকিৎসাধীন আছেন আবদুল জব্বার।

সংগীতশিল্পী আবদুল জব্বার এ পর্যন্ত ছয় হাজারেরও বেশি গান গেয়েছেন। বঙ্গবন্ধু স্বর্ণপদক (১৯৭৩), একুশে পদক (১৯৮০) ও স্বাধীনতা পদকসহ (১৯৯৬) অনেক সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি।

স্বাধীনতা যুদ্ধ চলাকালীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত ‘সালাম সালাম হাজার সালাম’, ‘জয় বাংলা বাংলার জয়’ প্রভৃতি গানের গায়ক আবদুল জব্বার। তার অন্য জনপ্রিয় গানের তালিকাও ছোট নয়। এর মধ্যে রয়েছে ‘ওরে নীল দরিয়া’, ‘পীচ ঢালা এই পথটাকে’ প্রভৃতি।

যুদ্ধের সময় আবদুল জব্বার হারমোনিয়াম গলায় ঝুলিয়ে কলকাতার বিভিন্ন ক্যাম্পে গান গেয়ে মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করেছিলেন। সেই দুঃসময়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গেয়েছেন অসংখ্য গান। শিল্পীর গাওয়া বিভিন্ন গান মুক্তিযোদ্ধাদের প্রেরণা ও মনোবল বাড়িয়েছিলো।  

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।