ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

উপস্থাপকদের মঞ্চ পিপিবি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
উপস্থাপকদের মঞ্চ পিপিবি আবদুন নূর তুষার ও আনজাম মাসুদ, ছবি: সংগৃহীত

‘প্রেজেন্টার্স প্লাটফর্ম অব বাংলাদেশ’ তথা পিপিবি-এর কার্যনির্বাহী কমিটির ৩১ জন সদস্য আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি হয়েছেন আবদুন নূর তুষার আর সাধারণ সম্পাদক আনজাম মাসুদ। 

রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে ২৬ অক্টোবর সন্ধ্যায় টেলিভিশন মিডিয়ার নবীন-প্রবীণ উপস্থাপক-উপস্থাপিকারা শপথ নেন। তাদের শপথ বাক্য পাঠ করান বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সাঈদ।

আবদুন নূর তুষার বলেছেন, ‘আমাদের সম্প্রীতি বাড়াতে, নিজেদের সুখে-দুঃখে পাশে দাঁড়ানোর জন্য এই সংগঠন প্রতিষ্ঠা করা হয়েছে। এই সংগঠনে নতুনদের উৎসাহ দেওয়া হবে। আমরা সবাই সবার জন্য কাজ করবো। ’

সাধারণ সম্পাদক আনজাম মাসুদ বলেন, ‘এতোদিন উপস্থাপকদের কোনো সংগঠন ছিলো না। দীর্ঘদিন ধরেই আমরা একটা সংগঠনের প্রয়োজনীয়তা অনুভব করছিলাম। এই সংগঠনের মাধ্যমে নতুন যারা উপস্থাপনা পেশায় আসতে চান তাদের জন্য কোর্স করার ব্যবস্থা রাখছি আমরা। ’

জানা যায়, সংগঠনের কেউ দু’বারের বেশি নেতৃত্বে থাকবে পারবেন না।  কেউ যদি দু’বার সভাপতি হন পরবর্তীতে তিনি আর কোনো পদে লড়তে পারবেন না।

ছবি: সংগৃহীতশপথ বাক্য পাঠ শেষে প্রত্যেক উপস্থাপক ও উপস্থাপিকাদের পরিচয়পত্র প্রদান করা হয়। বিভিন্ন হাসপাতাল, কেনাকাটা, কক্সবাজারে হোটেলসহ ১৫টি ক্ষেত্রে এই পরিচয়পত্রের মাধ্যমে পিপিবির সদস্যরা ৪০ শতাংশের ছাড়ের সুবিধা পাবেন।

বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।