ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

এক বছর এক হাজার শিশুকে খাওয়াবেন অ্যাশ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৭
এক বছর এক হাজার শিশুকে খাওয়াবেন অ্যাশ ঐশ্বরিয়া রাই বচ্চন

রাহুল রাওয়াইল পরিচালিত ‘অর পেয়ার হো গায়া’ ছবির মধ্য দিয়ে ১৯৯৭ সালে বলিউডে আত্মপ্রকাশ করেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। অভিনয় করেছেন ‘দেবদাস’, ‘সর্বজিত’ ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’, ‘রেইনকোট’ ও ‘ধুম টু’-এর মতো ছবিতে। শুধু বলিউড নয়, পাশাপাশি তাকে দেখা গেছে হলিউড, তামিল ও বাংলা চলচ্চিত্রেও।

অভিনয়ের পাশাপাশি নানা রকম সমাজসেবামূলক কাজে অংশ নিয়ে থাকেন ঐশ্বরিয়া। এরই ধারাবাহিকতায় এবার এক হাজার সুবিধাবঞ্চিত শিশুকে এক বছর খাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস (আইএসকেসিওএন)-এর অন্নমিত্র মিড ডে মিল স্কিমের আওতায় এ কাজ করবেন ৪৪ বছর বয়সী এই তারকা।

গত ১ নভেম্বর ছিলো ঐশ্বরিয়ার ৪৪তম জন্মদিন। এদিন নাকি শিশুদের খাওয়ানোর সিদ্ধান্তটি নিয়েছেন প্রাক্তন এই বিশ্বসুন্দরী। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে এমনটাই জানিয়েছেন আইএসকেসিওএন-এর প্রধান রাধানাথ স্বামী মহারাজ।

তিনি আরও জানান, অন্নমিত্র ফাউন্ডেশনের মিড ডে মিল স্কিমটি চালু হয় ২০০৪ সালে। একটি ছোট কামড়ায় ৯০০ জনের খাবার আয়োজনের মধ্যে শুরু হওয়া সেই প্রকল্প এখন বেড়ে দাঁড়িয়েছে ১২ লাখে। ভারতের সাতটি রাজ্যের ২০টি হাইটেক আইএসও সনদপ্রাপ্ত রান্নাঘরে খাবার তৈরি হয়।

এ প্রকল্প শুরুর বিষয়টি স্মৃতিচারণ করে রাধানাথ স্বামী মহারাজ জানান, তার গুরু ভক্তিবেদান্তে শ্রীলা প্রভুপদ একদিন দেখেন, আস্তাকুঁড়ে ফেলে দেওয়া একটি খাবারের প্যাকেট নিয়ে একটি কুকুর ও একটি শিশু কাড়াকাড়ি করছে। বিষয়টি তাকে খুব নাড়া দেয়। তখন তিনি তার ভক্তদের নির্দেশ দেন, আইএসকেসিওএন মন্দিরের ১০ মাইলের মধ্যে যেনো কেউ ক্ষুধার্থ না থাকে।

এরপর গত ১৩ বছর ধরে গরীব মানুষের মধ্যে মন্দিরের পক্ষ থেকে খিচুড়ি বিতরণ করা হচ্ছে এবং অন্নমৃত ফাউন্ডেশনের মাধ্যমে লাখ মানুষকে খাবার খাওয়ানো হচ্ছে। অন্নমিত্র স্কিমের মাধ্যমে খেয়াল রাখা হয়, কোনো শিশু যেনো খাবারের অভাবে শিক্ষা থেকে বঞ্চিত না হয়। যে সকল স্কুলগুলোতে অন্নমিত্র প্রদান করা হয় কিছুদিনের মধ্যে সেখানে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়তে থাকে।  

রাকেশ ওমপ্রকাশ মেহরা পরিচালিত ‘ফ্যানি খান’ ছবির শুটিং করছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন অনিল কাপুর ও রাজকুমার রাও। ২০১৮ সালের ১৩ এপ্রিল মুক্তি পাবে ছবিটি।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।